1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
সোমবার, ১২ মে ২০২৫, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁ ইউথ ফুটবল চ্যাম্পিয়ন অনুর্ধ্ব ১৮+ বারদী ইউনিয়ন এবং অনুর্ধ্ব ১৬ বৈদ্যেরবাজার ইউনিয়ন সোনারগাঁ ইউথ চ্যাম্পিয়নশীপ ফাইনালে পৌরসভা একাডেমী ও বারদী একাডেমী ১৮+ সোনারগাঁ ইউথ চ্যাম্পিয়নশীপে পৌরসভা একাডেমী ও বৈদ্যেরবাজার একাডেমী ফাইনালে নোয়াগাঁও একাডেমী সিনিয়র সোনারগাঁ ইউথ চ্যাম্পিয়নশীপের সেমিফাইনালে সোনারগাঁ ইউথ চ্যাম্পিয়নশীপের ১৮+ এর শ্বাসরুদ্ধকর দুটি ম্যাচ অনুষ্ঠিত হয় সোনারগাঁ ইউথ চ্যাম্পিয়নশীপের ২৩ তম ম্যাচে সাদিপুর জুনিয়র এবং ২৪ তম ম্যাচে পৌরসভা সিনিয়র জয়ী সোনারগাঁ ইউথ চ্যাম্পিয়নশীপের ২১ তম ম্যাচে নোয়াগাঁও জুনিয়র এবং ২২তম ম্যাচে সনমান্দী সিনিয়র জয়ী সোনারগাঁ ইউথ চ্যাম্পিয়নশীপের ১৯ তম ম্যাচে পৌরসভা জুনিয়র এবং ২০তম ম্যাচে নোয়াগাঁও সিনিয়র জয়ী সোনারগাঁ ইউথ চ্যাম্পিয়নশীপের অনুর্ধ্ব ১৮+ জামপুর ইউপি জয়ী সোনারগাঁ ইউথ চ্যাম্পিয়নশীপের অনুর্ধ্ব ১৬ বারদী ও অনুর্ধ্ব ১৮+ পিরোজপুর ইউপি জয়ী

বন্দরে পারটেক্স স্টার গ্রুপের শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ কর্মসূচি

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ৪৩৩ বার পঠিত

বাংলার কথা ডেস্ক:-

নারায়ণগঞ্জ বন্দরে চলতি মাস সহ তিন মাসের বকেয়া বেতনের দাবিতে পারটেক্স স্টার গ্রুপে শ্রমিকদের বিক্ষোভ।

গত বুধবার সকালে নাসিক ২৭ নং ওয়ার্ড হরিপুর এলাকায় এ বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা।  বিক্ষুব্ধ শ্রমিকরা জানান,  তিন হাজার শ্রমিক, চলতি মাসের বেতন সহ তিন মাসের বকেয়া রয়েছে। বকেয়া বেতন না পাওয়ায় মানবেতর জীবনযাপন করতে হচ্ছে শ্রমিকদের। বকেয়া বেতন নিয়ে মিল কর্তৃপক্ষ নানা তালবাহানা শুরু করেছে। এতে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

গত বুধবার সকাল ৮ টার দিকে  প্রতিদিনের ন্যায় শ্রমিকরা কাজে যোগদান না করে বকেয়া বেতনের দাবি জানানো হয়। এ সময় কর্তৃপক্ষ শ্রমিকদের হুমকি-ধমকি প্রদান করলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।  পরে তারা কাজে যোগদান না করে বিক্ষোভ মিছিল শুরু করে। এ বিক্ষোভ মিছিলে অংশ নেন স্থানীয় নাসিক কাউন্সিলর সিরাজুল ইসলাম ও শ্রমিকলীগ  নেতা মো. এবাদুল্লাহ।

 

পারটেক্স স্টার গ্রুপের প্লান সিও তোফাজ্জল হোসেন জানান,  বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছিল।  শ্রমিকদের সঙ্গে আলোচলায় বসা হয়েছে। তাদের সঙ্গে সমঝোতা হয়েছে। আজকে এক মাসের ৯ জানুয়ারী ও ২০ জানুয়ারী মধ্যে তিন মাসের বকেয়া বেতন পরিশোধ করা হবে বলে প্রতিশ্রুতিতে  শ্রমিকরা সন্তোষ প্রকাশ করে এবং বিক্ষোভ তুলে নেয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park