1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
রবিবার, ১১ মে ২০২৫, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁ ইউথ ফুটবল চ্যাম্পিয়ন অনুর্ধ্ব ১৮+ বারদী ইউনিয়ন এবং অনুর্ধ্ব ১৬ বৈদ্যেরবাজার ইউনিয়ন সোনারগাঁ ইউথ চ্যাম্পিয়নশীপ ফাইনালে পৌরসভা একাডেমী ও বারদী একাডেমী ১৮+ সোনারগাঁ ইউথ চ্যাম্পিয়নশীপে পৌরসভা একাডেমী ও বৈদ্যেরবাজার একাডেমী ফাইনালে নোয়াগাঁও একাডেমী সিনিয়র সোনারগাঁ ইউথ চ্যাম্পিয়নশীপের সেমিফাইনালে সোনারগাঁ ইউথ চ্যাম্পিয়নশীপের ১৮+ এর শ্বাসরুদ্ধকর দুটি ম্যাচ অনুষ্ঠিত হয় সোনারগাঁ ইউথ চ্যাম্পিয়নশীপের ২৩ তম ম্যাচে সাদিপুর জুনিয়র এবং ২৪ তম ম্যাচে পৌরসভা সিনিয়র জয়ী সোনারগাঁ ইউথ চ্যাম্পিয়নশীপের ২১ তম ম্যাচে নোয়াগাঁও জুনিয়র এবং ২২তম ম্যাচে সনমান্দী সিনিয়র জয়ী সোনারগাঁ ইউথ চ্যাম্পিয়নশীপের ১৯ তম ম্যাচে পৌরসভা জুনিয়র এবং ২০তম ম্যাচে নোয়াগাঁও সিনিয়র জয়ী সোনারগাঁ ইউথ চ্যাম্পিয়নশীপের অনুর্ধ্ব ১৮+ জামপুর ইউপি জয়ী সোনারগাঁ ইউথ চ্যাম্পিয়নশীপের অনুর্ধ্ব ১৬ বারদী ও অনুর্ধ্ব ১৮+ পিরোজপুর ইউপি জয়ী

রূপগঞ্জে রান্নাঘরের গ্যাস লাইন বিস্ফোরণে, পরিবারের ৫ জন দগ্ধ , আশঙ্কাজনক ৪

  • প্রকাশের সময় : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ২৫৯ বার পঠিত

বাংলার কথা ডেস্ক:-

শুক্রবার দিবাগত রাত একটার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আউখাবো বাজার এলাকায় একটি বাসায় হঠাৎ গ্যাস বিস্ফোরণ ঘটেছে। পরিবারের লোকজন ঘুমের মধ্যে থাকার কারনে অল্প সময়ের মধ্যে পুরোঘরে আগুন লেগে যায়।গভীর রাত হওয়াতে আশে পাশের লোকজন টের পাওয়ার পূর্বে সমস্থ ঘরে আগুন লেগে ঘরের অধিকাংশ আসবাবপত্র পুড়ে যায়।অতপর লোকজনের সহায়তার আগুন নিভানো হয়।

এতে একই পরিবারের ৫ সদস্য দগ্ধ হয়েছেন। আহতদের শেখ হাসিনা ন্যাশনাল বার্ণ ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে। এতে সোনা উদ্দিন (৪৫) এর শরীরের ৯৪ শতাংশ, আলি আহমেদ (৬৫) এর শরীরের ৫৮ শতাংশ, হাসন বানুর (৫৫) এর শরীরের ৪৬ শতাংশ, সাহেরা বেগম (২৪) এর শরীরের ৩০ শতাংশ ও ওমর ফারুক (১৫) এর শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। আগুনে দগ্ধদের মধ্যে ওমর ফারুক বাদে বাকি চারজনের অবস্থা আশঙ্কাজনক৷ এ তথ্য নিশ্চিত করেছেন শেখ হাসিনা ন্যাশনাল বার্ণ ইন্সটিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park