1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
শনিবার, ১০ মে ২০২৫, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁ ইউথ ফুটবল চ্যাম্পিয়ন অনুর্ধ্ব ১৮+ বারদী ইউনিয়ন এবং অনুর্ধ্ব ১৬ বৈদ্যেরবাজার ইউনিয়ন সোনারগাঁ ইউথ চ্যাম্পিয়নশীপ ফাইনালে পৌরসভা একাডেমী ও বারদী একাডেমী ১৮+ সোনারগাঁ ইউথ চ্যাম্পিয়নশীপে পৌরসভা একাডেমী ও বৈদ্যেরবাজার একাডেমী ফাইনালে নোয়াগাঁও একাডেমী সিনিয়র সোনারগাঁ ইউথ চ্যাম্পিয়নশীপের সেমিফাইনালে সোনারগাঁ ইউথ চ্যাম্পিয়নশীপের ১৮+ এর শ্বাসরুদ্ধকর দুটি ম্যাচ অনুষ্ঠিত হয় সোনারগাঁ ইউথ চ্যাম্পিয়নশীপের ২৩ তম ম্যাচে সাদিপুর জুনিয়র এবং ২৪ তম ম্যাচে পৌরসভা সিনিয়র জয়ী সোনারগাঁ ইউথ চ্যাম্পিয়নশীপের ২১ তম ম্যাচে নোয়াগাঁও জুনিয়র এবং ২২তম ম্যাচে সনমান্দী সিনিয়র জয়ী সোনারগাঁ ইউথ চ্যাম্পিয়নশীপের ১৯ তম ম্যাচে পৌরসভা জুনিয়র এবং ২০তম ম্যাচে নোয়াগাঁও সিনিয়র জয়ী সোনারগাঁ ইউথ চ্যাম্পিয়নশীপের অনুর্ধ্ব ১৮+ জামপুর ইউপি জয়ী সোনারগাঁ ইউথ চ্যাম্পিয়নশীপের অনুর্ধ্ব ১৬ বারদী ও অনুর্ধ্ব ১৮+ পিরোজপুর ইউপি জয়ী

এড. বারী ভূঁইয়ার উপর হামলাকারী আসামী রবিন গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯২ বার পঠিত

এন এম সুজন(বন্দর প্রতিনিধি):-

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. বারী ভূঁইয়ার উপর সন্ত্রাসী হামলার এজহার ভুক্ত ৪ নং আসামী রবিউল ইসলাম ওরফে রবিন কে গ্রেফতার করেছেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। ফতুল্লা থানার মামলা নং ৮৯(৬)২৩, ধারা ১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬/১১৪ দ:বি: এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মো: আনোয়ার হোসেন ওরফে রাজিব পিতা মৃত সামসুদ্দিন প্রামানিক অ্যাসিসটেন্ট ম্যানেজার এইচআর “কে সি লিঙ্গজারি লি:” মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ফৌ:মিস: নং – ৪০৭৩০/২৩ এ আগাম জামিনের আবেদন করলে মহামান্য উচ্চ আদালত ১০/৭/২০২৩ ইং তারিখের আদেশে ৬ সপ্তাহের মধ্যে বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটে আত্মসমর্পণের নির্দেশ দিলে উক্ত আদেশ অমান্য করায় বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসামী নজরুল ইসলাম সরকার, আনোয়ার হোসেন ওরফে রাজিব, সাকিব ইসলাম ওরফে সাকিব, রবিউল ইসলাম ওরফে রবিন, নাঈম ওরফে সাজ্জাত হোসেন, সানজিদ ওরফে রায়হান ইসলাম, ডালিয়া ওরফে নুসরাত জাহান এর বিরুদ্ধে গত ২১/৮/২০২৩ ইং তারিখে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করার আদেশ দেন।

আসামী আনোয়ার হোসেন ওরফে রাজিবকে এসআই সিরাজ গ্রেফতার করতে গেলে চিফ অপারেটিং অফিসার জনাব রাসেল গ্রেফতারে অসহযোগিতা করার কারণে রাজিব কৌশলে পালিয়ে গেলেও এসআই সিরাজ পরবর্তীতে আসামী রবিউল ইসলাম ওরফে রবিনকে গ্রেফতার করতে সক্ষম হয়। অন্যান্য আসামীগণ পলাতক আছে।

আদালত ও মামলা সূত্রে জানাগেছে, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. বারী ভূঁইয়া গত ৩০ শে জুন ভোরে মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে ফতুল্লা দক্ষিন কায়েমপুর নিজ বাসায় ফিরছিলেন। এসময় একই এলাকার আবু তাহের ও নজরুল ইসলাম সহ জ্ঞাত ৮/১০ জন মিলে বারী ভূঁইয়ার উপর্যুপরি হামলা চালিয়েছে।

এ ঘটনায় আহত বারী ভূঁইয়া বাদি হয়ে ৯ জনকে আসামি করে ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেন। ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park