সোনারগাঁ প্রতিনিধি:-
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন মাধ্যমে উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলে চেয়ারম্যান মামুন। ২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেলে পানাম ফুড পার্ক রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বৈদ্যেরবাজার ইউনিয়নের সমাজ সেবক মো. শফিকুল ইসলাম, মো. শাহ আলম মিয়া, মো. মোক্তার হোসেন।সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ আল মামুন এসব অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, “আমি দীর্ঘদিন সুনামের সঙ্গে বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছি। সম্প্রতি কিছু অসাধু মহল বিভিন্ন ফেক আইডি ও অনুমোদনহীন অনলাইন মাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছে। এ অপপ্রচারকারীদের বিরুদ্ধে আদালতের মাধ্যমে শিগগিরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”তিনি আরও বলেন, “একটি কুচক্রী মহল সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করছে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদ প্রকাশ করে আমার মানহানি করার চেষ্টা চালাচ্ছে। সরকারি বরাদ্দ নিয়ে এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের স্বার্থে সাবেক সাংসদদের সঙ্গে আমার ছবি থাকলেও আমি কখনো আওয়ামী লীগ বা জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না, কোনো পদ-পদবিও নেই বা ছিল না। শুধু উন্নয়নের স্বার্থে সু-সম্পর্ক রেখেছি।”আব্দুল্লাহ আল মামুন অভিযোগ করে বলেন, “গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পরিবর্তনের পর ওই ছবিগুলোকে পুঁজি করে আমাকে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা চলছে। কিন্তু কেউ প্রমাণ করতে পারবে না যে আমি কোনো দলের সক্রিয় কর্মী বা পদধারী।”ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার বিষয়ে তিনি বলেন, “বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ১০ জন নির্বাচিত সদস্যদের সর্বসম্মত রেজুলেশনের মাধ্যমে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে কাউকে অর্থ দিতে হয়নি। সোনারগাঁ বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেনেরও কোনো হাত নেই। মনগড়া সংবাদ প্রকাশ করে আমাকে ও আমার পরিবারকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে।”তিনি জানান, ইতোমধ্যে ফেক আইডি ও অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আশা প্রকাশ করেন যে সোনারগাঁ পুলিশ দ্রুত এসব মূল হোতাদের গ্রেপ্তার করবে। সংবাদ সম্মেলনে তিনি সকল সাংবাদিকদের প্রতি সঠিক তথ্য যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান এবং দেশ ও জাতির কল্যাণে দায়িত্বশীল ভূমিকা রাখার অনুরোধ করেন। এছাড়াও তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন।