1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ের জমি দখল অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন “আমরা নারায়ণগঞ্জের সন্তান” সংগঠনের উদ্যোগে নদী ও পরিবেশ রক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত আড়াইহাজারে গণপিটুণিতে ইউপি সদস্য সোহেল নিহত সোনারগাঁয়ে ইউপি চেয়ারম্যান মামুনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সোনারগাঁয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রচারণা চালাচ্ছেন জামায়াত নেতা, প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া সোনারগাঁযৈ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায় পৌরবাসীর রাস্তা অবরোধ সোনারগাঁয়ে জোরপূর্বক এতিমের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন সোনারগাঁয়ে ভাইয়ের হাতে ভাই খুন বিসমিল্লাহ্ এন এম জুলফিকার ফাউন্ডেশনের উদ্যােগে চা-শ্রমিকদের মাঝে শাড়ি বিতরণ সোনারগাঁ জি.আর ইনস্টিটিউশনে পেশাগত মান উন্নয়নে প্রতিফলনমূলক শিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত

সোনারগাঁয়ে বিএনপি’র দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ১৫

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:-

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে উপজেলা শহীদ মিনারে মহান বিজয় দিবস উপলক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান এবং নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিমসহ বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী জানানোর পর দুই গ্রুপের মধ্যে তর্ক বিতর্কের এ পর্যায়ে লাঠি সোঠা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

১৬ ডিসেম্বর  (সোমবার) সকাল ১১:২৫ ঘটিকার সময় সোনারগাঁ উপজেলা চত্বরে এই ঘটনা ঘটে।

আহতদে মধ্যে  রেজাউল করিম সমর্থিত থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে আলম  ইয়াসিন নোবেলসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। অপরদিকে আজহারুল ইসলাম মান্নান সমর্থক যুবদল নেতা মামুন মোল্লা, ছাত্রদল নেতা রিফাত মোল্লা এবং মোবারক মোল্লা গুরুতর আহত  হয়েছেন। অন্যদিকে সংঘর্ষের খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উত্তেজনার কারণে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বিজয় মেলা বাতিল করতে বাধ্য হয় আয়োজকরা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ আব্দুল বারী বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে বিজয় উৎসব পালন করছিলাম। কিন্তু কিছু ব্যক্তি ব্যক্তিগত শত্রুতার জের ধরে উপজেলা গেটের বাইরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটায়। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। উভয় পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park