নিজস্ব সংবাদাতা:-
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আলাপদী গ্রামের কৃষ্ণাদী মৌজায় জমি দখলের অভিযোগের ঘটনায় পাল্টা সংবাদসম্মেলন করেছেন অভিযুক্তরা। ভুক্তভোগী নাজমুল হুদা গত ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) নিজ ভাড়াটিয়া বাড়িতে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, তার জমি জোরপূর্বক দখলের চেষ্টা চলছে।
এরপর শনিবার (০৪ অক্টোবর) কলাপাতা রেষ্টুরেন্টের হলরুমে বাদ আসর অভিযুক্ত আল মামুন বাবু,শহিদুল ইসলাম পান্না, রুহুল হায়দার শামীম ও শরিফ হোসেন পাল্টা সংবাদ সম্মেলনে অভিযোগগুলোকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।
তারা জানান, নাজমুল হুদার পিতা এম এ বাসেদ এর কাছ থেকে নিয়মমাফিক টাকা দিয়ে জমি ক্রয় করা হয়েছে। পিতা মারা যাওয়ার পর নাজমুল হুদা মিথ্যা মামলা করে এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের মানহানি করার চেষ্টা করছে এবং জমি দখলের পায়তারা করছে।এছাড়া সে নিজেকে এনসিপি’র একজন সদস্য হিসেবে পরিচয় দিয়ে আসছে।এছাড়া এলাকায় তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম,দূর্নীতির অভিযোগ রয়েছে বলে তারা জানান।
তারা আরও বলেন,“আমরা ব্যবসায়ী,কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। রফিকুল হায়দার বাবু ও কাজী নাজমুল ইসলাম লিটুর সঙ্গে এই জমির কোনো সম্পর্ক নেই।”
পাল্টা সংবাদ সম্মেলনে বক্তারা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানান, যাতে প্রকৃত সত্য প্রকাশ পায় এবং নিরীহ মানুষের মানহানি না ঘটে।