সোনারগা প্রতিনিধি:-
মঙ্গলবার (৮ এপ্রিল) ১২ ঘটিকার সময় সোনারগাঁ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয়ভাবে চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান তার বক্তব্যে বলেন-আমাদের নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতিকে ভালবাসতে হবে। সম্প্রীতির মাধ্যমে সকলের সাথে একত্রিত হয়ে আমরা যদি নিজেদের মধ্যে ভাগাভাগি হয়ে যাই তাহলে আমাদের সংস্কৃতিকে কিন্তু তুলে ধরতে পারবো না। আগামীর প্রজন্মের কাছে আমরা যেন বাংলা নববর্ষের মাধ্যমে আমাদের সঠিক নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে পারি আমরা সেই চেষ্টাই করবো।
তিনি আরো বলেন, পহেলা বৈশাখের অনুষ্ঠানকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেনো না ঘটতে পারে তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক থাকার আহবান জানান।
সভায় সকলের গুরুত্বপূর্ণ মতামতের ভিত্তিতে একসাথে বাংলা নববর্ষের ঐতিহ্য সোনারগাঁয়ের প্রেক্ষাপটে ফুটিয়ে তুলতে পারবে বলে তিনি আশা ব্যক্ত করেন। এ সময় ইউএনও ফারজানা রহমান সর্বস্তরের সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনজুরুল মোরশেদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি (কাঁচপুর অঞ্চল) সেগুপ্তা মেহনাজ, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মফিজুর রহমান, নির্বাচন কর্মকর্তা শাহিনা ইসলাম চৌধুরী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা, ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর শাহানারা আঁচলসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
সভায় বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০টি ইউনিয়নে মঙ্গল শোভাযাত্রা ও বৈশাখী মেলার আয়োজন করা হবে বলে জানানো হয়। এছাড়াও শোভাযাত্রা ও বৈশাখী মেলায় আইন–শৃঙ্খলা রক্ষায় কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও মঙ্গল শোভাযাত্রায় গুরুত্বারোপ করা হয়।