1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৮:০১ পূর্বাহ্ন

সোনারগাঁওয়ে অবৈধ সেগুনকাঠ ভর্তি কাভারভ্যান আটক

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ১১২ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধি :-

গতকাল ১৭ই মার্চ রবিবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ছয়টায়  নারায়ণগঞ্জ সোনারগাঁও ফরেষ্ট চেক পোষ্টে নিয়মিত টহল কালীন সময়ে আনুমানিক পাচ লাখ টাকার গোল সেগুন কাঠ উদ্বার করেছে  এবং একজনকে আটক করা হয়।

জানা যায়, অবৈধ কাঠের গাড়িটি  চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখে যাওয়ার সময় মোগড়াপাড়া আটক করা হয়। তবে ওই গাড়িসহ অবৈধ মালামাল সোনারগাঁও বনবিভাগের অফিস হেফাজতে আছে।

এ বিষয়ে  সোনারগাঁও স্টেশন কর্মকর্তা আনোয়ার হোসেন  জানান  নিয়মিত সঙ্গীয় সহকর্মীদের নিয়ে টহলকালীন সময় কভার্ডভ্যান গাড়ীটি সন্দেহ হলে সার্চ করা হলে কাঠের বৈধ কাগজপত্র জানতে চাইলে  কোন প্রকার বন বিভাগের বৈধ কাগজপত্র দেখাতে না পাড়ায় গাড়িটি  কাঠসহ আটক করা হয় ।  আটককৃত গাড়ী নাম্বার  ঢামেট -ঢ -১২-১৪৯৩ ওই গাড়ির বিষয়ে বন আদালত নারায়ণগঞ্জ মামলা প্রক্রিয়াধীন চলছে ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park