সোনারগাঁ ইউথ চ্যাম্পিয়নশীপের ১৯ তম ম্যাচে পৌরসভা জুনিয়র এবং ২০তম ম্যাচে নোয়াগাঁও সিনিয়র জয়ী
বাংলার কথা ডেস্ক:-
সোনারগাঁয়ে ঐতিহাসিক ঈশাখাঁ’র রাজধানী খ্যাত জাদুঘরের ২নং সংলগ্ন অবস্থিত সোনারগাঁ স্টেডিয়াম মাঠে ২৫ই এপ্রিল (শুক্রবার) ৩.৩০ ঘটিকার সময় সোনারগাঁ ইউথ ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২৫ টূর্নামেন্টের একটি ম্যাচ অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের ১৯তম ম্যাচে অনুর্ধ্ব ১৬+ পৌরসভা ৫-১ গোলে জামপুর ইউনিয়ন একাডেমী কে পরাজিত করে। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় মুরাদ এবং ব্রাইট কম্পিউটার সেন্টার এর পক্ষ থেকে ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয় তামিম এবং ২০ তম ম্যাচে অনুর্ধ্ব ১৮+ নোয়াগাঁও ইউনিয়ন ম্যাচে ২-১ গোলে শম্ভুপিরা ইউনিয়নকে পরাজিত করে। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় রাকিব এবং ব্রাইট কম্পিউটার সেন্টার এর পক্ষ থেকে ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয় মাহিন।
পুরষ্কার বিতরনে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন, এ.কে.এম জানে আলম দিপু, সাবেক যুগ্ন সম্পাদক, সোনারগাঁ ক্রীড়া সংস্থা। এছাড়াও উপস্থিত ছিলেন ক্রীড়ানুরাগী এবং প্রাক্তন খেলোয়াড় আল মাহমুদ সানী, মো: দিদার এবং ধারা ভাষ্যকার মিলন বাবু প্রমূখ। ম্যাচ রেফারীর দায়িত্বে ছিল, মফিজুল ইসলাম অপু, আল-ইমরান এবং রাসেদুল কবির।