নিজস্ব প্রতিবেদন:-
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী লোক ও কারুশিল্প জাদুঘরের ২নং সংলগ্ন অবস্থিত সোনারগাঁ স্টেডিয়াম মাঠে ২৩ই এপ্রিল (বুধবার) ৫.০০ ঘটিকার সময় হাজারো দর্শকদের উপস্থিতিতে সোনারগাঁ ইউথ ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২৫ টূর্নামেন্টের একটি ম্যাচ অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের ১৮তম ম্যাচে অনুর্ধ্ব ১৮+ জামপুর ইউনিয়ন টাই বেকারের ম্যাচে ৪-৩ গোলে বারদী ইউনিয়ন একাডেমী কে পরাজিত করে। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় শাওন এবং ব্রাইট কম্পিউটার সেন্টার এর পক্ষ থেকে ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয় অনিক।
পুরষ্কার বিতরনে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন, এ.কে.এম জানে আলম দিপু, সাবেক যুগ্ন সম্পাদক, সোনারগাঁ ক্রীড়া সংস্থা, এছাড়াও উপস্থিত ছিলেন ক্রীড়ানুরাগী এবং প্রাক্তন খেলোয়াড় উজ্জল হোসেন মাসুম, সোনারগাঁ কিংস ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ নজরুল ইসলাম, রাশেদুল কবির, মো: দিদার, আ: রব, শাহাবুদ্দিন এবং ক্ষুদে অতিথি মাসফি, ইয়াসফি, সামির এবং ধারা ভাষ্যকার মিলন বাবু প্রমূখ। ম্যাচ রেফারীর দায়িত্বে ছিল, মফিজুল ইসলাম অপু, আল-ইমরান এবং রাসেদুল কবির।