1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁ ইউথ ফুটবল চ্যাম্পিয়ন অনুর্ধ্ব ১৮+ বারদী ইউনিয়ন এবং অনুর্ধ্ব ১৬ বৈদ্যেরবাজার ইউনিয়ন সোনারগাঁ ইউথ চ্যাম্পিয়নশীপ ফাইনালে পৌরসভা একাডেমী ও বারদী একাডেমী ১৮+ সোনারগাঁ ইউথ চ্যাম্পিয়নশীপে পৌরসভা একাডেমী ও বৈদ্যেরবাজার একাডেমী ফাইনালে নোয়াগাঁও একাডেমী সিনিয়র সোনারগাঁ ইউথ চ্যাম্পিয়নশীপের সেমিফাইনালে সোনারগাঁ ইউথ চ্যাম্পিয়নশীপের ১৮+ এর শ্বাসরুদ্ধকর দুটি ম্যাচ অনুষ্ঠিত হয় সোনারগাঁ ইউথ চ্যাম্পিয়নশীপের ২৩ তম ম্যাচে সাদিপুর জুনিয়র এবং ২৪ তম ম্যাচে পৌরসভা সিনিয়র জয়ী সোনারগাঁ ইউথ চ্যাম্পিয়নশীপের ২১ তম ম্যাচে নোয়াগাঁও জুনিয়র এবং ২২তম ম্যাচে সনমান্দী সিনিয়র জয়ী সোনারগাঁ ইউথ চ্যাম্পিয়নশীপের ১৯ তম ম্যাচে পৌরসভা জুনিয়র এবং ২০তম ম্যাচে নোয়াগাঁও সিনিয়র জয়ী সোনারগাঁ ইউথ চ্যাম্পিয়নশীপের অনুর্ধ্ব ১৮+ জামপুর ইউপি জয়ী সোনারগাঁ ইউথ চ্যাম্পিয়নশীপের অনুর্ধ্ব ১৬ বারদী ও অনুর্ধ্ব ১৮+ পিরোজপুর ইউপি জয়ী

সিদ্ধিরগঞ্জে চঞ্চল্যকর সবজি বিক্রেতা হত্যা মামলার আসামী গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১৩ বার পঠিত

নারায়গঞ্জ জেলা প্রতিনিধি:-

গত ১৯ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ থানা মিজমিজি তালতলা রেকমত আলী স্কুলের দক্ষিণ পাশে ছিনতাইয়ের ঘটনা ও হত্যাকান্ড সংক্রান্তে, সিদ্দিরগঞ্জ থানা মামলা নং ৩৬ তারিখ-১৯/০৯/২০২৩খ্রিঃ ধারা -৩৯৪/৩০২/৩৪ পেনাল কোড রোজ হয়।অদ্য ২১ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃসিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি দশপাইপ ও আলামিন নগর এলাকা হইতে বিশেষ অভিযানে পরিচালনা করিয়া আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি হলেনঃ ১।জুবায়ের হোসেন (২২)-পিতা- আব্দুল বাতেন, মাতা বিউটি বেগম, মিজমিজি বাতান পাড়া, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, ২।মোঃ মৃদুল (২০) পিতা -জয়নাল আবেদীন, মাতা -তানিয়া বেগম, সাং ফুলতলা (ফারুকের বাড়ির পাশে), পোঃ-জয়পাড়া, থানা দোহার, জেলা -ঢাকা এ/পি সাং মিজমিজি বাতান পাড়া, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ।

গত ১৯/০৯/২০২৩খ্রিঃ তারিখ ভোর অনুমান ৪.৪৫ ঘটিকার সময় আক্কাস সিকদার (৪৫), পিতা -নূরু শিকদার, সাং খাকদান, থানা-আমতলী, জেলা-বরগুনা, এ/পি সাং সিদ্ধিরগঞ্জ পোল, থানা -সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ এর বাসা হইতে প্রতিদিনের মত কাঁচামাল ক্রয়ের জন্য যাত্রাবাড়ীর উদ্দেশ্যে বাহির হয়।ভোর অনুমান ০৪.৫০ ঘটিকার সময় সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি তালতলা রেকমত আলি হাই স্কুলের দক্ষিণ পাশে চার রাস্তার মোড়ে পৌঁছালে হঠাৎ অজ্ঞাতনামা চারজন দুষ্কৃতকারীগন আক্কাস সিকদার এর কাছে থাকা টাকা ছিনতাইয়ের চেষ্টা করিলে প্রদান করে।

তখন অজ্ঞাতনামা দুষ্কৃতী কারীরা আক্কাস শিকদারের বুকের বাম পাশে ও পেটের ডানপাশে ছুরি দিয়া আঘাত করিয়া গুরুতর রক্তাক্ত যখন করিয়া নগদ টাকা-পয়সা নিয়ে চলিয়া যায়। পরবর্তীতে এলাকার লোকজন আক্কাস শিকদারকে রাস্তার পড়ে থাকতে দেখে তার আত্মীয়-স্বজন এবং সিদ্ধিরগঞ্জ থানা টহলরত পুলিশ কে খবর দেন অত্র এলাকার টহলরত পুলিশ তাৎক্ষণিক উক্ত ঘটনাস্থলে পৌঁছালে এলাকার লোকজন পুলিশের সহায়তা আক্কাস সিকদারকে নিয়ে খানপুর ৩০০ সজ্জার বিশিষ্ট হাসপাতাল নারায়ণগঞ্জে চিকিৎসার জন্য নিয়ে যায়।

হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে আক্কাস শিকদার কে মৃত ঘোষণা করেন পরবর্তীতে সংক্রান্ত সিদ্ধিরগঞ্জ থানা -মামলা নং ৩৬ তারিখ ১৯/০৯/২০২৩ দ্বারা -৩৯৪/ ৩০২ /৩৪-পেনাল কোড রোজও হয়।

পরবর্তীতে সিদ্ধিরগঞ্জ থানা একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তা ও এলাকার বিভিন্ন জায়গায় সিসি ফুটেজ পর্যালোচনা করিয়া সন্দেহ ভাজন ছিনতাইকারীকে সনাক্ত করে ইহার ধারাবাহিকতা বিশেষ অভিযান পরিচালনা করিয়া উক্ত হত্যাকাণ্ড ঘটনা জড়িত আসামী মোঃজুবায়ের হোসেন (২২) কে সিদ্ধিরগঞ্জ থানা মিজমিজি দশপাইপ এলাকা হইতে এবং আসামি ২ মৃদুল (২০) কে সিদ্ধিরগঞ্জ থানা আল আমিন নগর এলাকা হইতে গ্রেফতার করা জিজ্ঞাসা বাদে তাহারা ঘটনার সাথে জড়িত থাকার করে স্বীকারোক্তি মোতাবেক ও হত্যাকাণ্ডের ব্যবহৃত একটি কালো সবুজ রঙের Fzs মোটরসাইকেল ও নগদ ১২,০০ টাকা উদ্ধার করা হয়

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park