1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁ ইউথ ফুটবল চ্যাম্পিয়ন অনুর্ধ্ব ১৮+ বারদী ইউনিয়ন এবং অনুর্ধ্ব ১৬ বৈদ্যেরবাজার ইউনিয়ন সোনারগাঁ ইউথ চ্যাম্পিয়নশীপ ফাইনালে পৌরসভা একাডেমী ও বারদী একাডেমী ১৮+ সোনারগাঁ ইউথ চ্যাম্পিয়নশীপে পৌরসভা একাডেমী ও বৈদ্যেরবাজার একাডেমী ফাইনালে নোয়াগাঁও একাডেমী সিনিয়র সোনারগাঁ ইউথ চ্যাম্পিয়নশীপের সেমিফাইনালে সোনারগাঁ ইউথ চ্যাম্পিয়নশীপের ১৮+ এর শ্বাসরুদ্ধকর দুটি ম্যাচ অনুষ্ঠিত হয় সোনারগাঁ ইউথ চ্যাম্পিয়নশীপের ২৩ তম ম্যাচে সাদিপুর জুনিয়র এবং ২৪ তম ম্যাচে পৌরসভা সিনিয়র জয়ী সোনারগাঁ ইউথ চ্যাম্পিয়নশীপের ২১ তম ম্যাচে নোয়াগাঁও জুনিয়র এবং ২২তম ম্যাচে সনমান্দী সিনিয়র জয়ী সোনারগাঁ ইউথ চ্যাম্পিয়নশীপের ১৯ তম ম্যাচে পৌরসভা জুনিয়র এবং ২০তম ম্যাচে নোয়াগাঁও সিনিয়র জয়ী সোনারগাঁ ইউথ চ্যাম্পিয়নশীপের অনুর্ধ্ব ১৮+ জামপুর ইউপি জয়ী সোনারগাঁ ইউথ চ্যাম্পিয়নশীপের অনুর্ধ্ব ১৬ বারদী ও অনুর্ধ্ব ১৮+ পিরোজপুর ইউপি জয়ী

বন্দরে মুসলিম জাহানের প্রথম কেবলা ও ফিলিস্তিনিদের উপর বর্বরতা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

  • প্রকাশের সময় : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৫৬৪ বার পঠিত

এন এম সুজন : – নারায়ণগঞ্জ বন্দর উপজেলার লাঙ্গলবন্দ বাস স্টান্ডে, মুসলিম জাহানের প্রথম কেবলা মসজিদে আকসা ও ফিলিস্তিনিদের উপর বর্বর এই হামলাকারীদের বিপক্ষে এক বিশাল বিক্ষোভ মিছিল করেন বিভিন্ন জায়গা থেকে আসা মুসুল্লিরা।

২০ অক্টোবর শুক্রবার বাদ জুমা লাঙ্গলবন্দ বাস স্ট্যান্ড চিড়াই পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনে, কয়েক হাজার মুসল্লি একত্রিত হয়ে, এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।

এ সময় কামতাল, মালিভিটা, কামতাল পশ্চিম পাড়া, সাহেব বাড়ি জামে মসজিদ সহ বিভিন্ন দিক থেকে মুসল্লিগণ একত্রিত হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ বাস স্ট্যান্ড থেকে শুরু করে লাঙ্গলবন্দ ব্রিজের নিচে ঘুরে এসে পুনরায় লাঙ্গলবন্দ বাস স্ট্যান্ড চিড়াই পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এসে এই বিক্ষোভ মিছিল শেষ হয়  ফিলিস্তিনি মুসলমানসহ সারা বিশ্বের মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় বক্তারা ইসরাইলি বিভিন্ন পণ্য বয়কট করার জন্য আহ্বান জানান এবং ইসরাইলি অপশক্তির বিরুদ্ধে সোচ্চার হোন, তারা বলেন, এই ইসরায়েলি সেনারা, ইহুদির বাচ্চারা, আমাদের মুসলিমদেরকে জঙ্গি আখ্যায়িত দিয়েছেন, তারা মুসলিমদের  উপরে এমন বর্বর হামলা চালিয়েছে,  মুসলমানদেরকে নিপীড়িত করছে, একেকটা বোমার আঘাতে বিচ্ছিন্ন হচ্ছে মুসলমানদের দেহ, ঘরবাড়ি, রেহাই পাচ্ছে না দুধের শিশু থেকে শুরু করে স্কুল কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরা, হাসপাতালে রোগীরা সহ ।তাদের এই বর্বর হামলার তীব্র নিন্দা প্রকাশ করি এবং তাদের  তৈরিকৃত সকল পণ্য আমরা বয়কট করতে যাচ্ছি। আমাদের সরকারের কাছে জোর দাবি জানাই  যেন অসহায় ফিলিস্তিনিদের জন্য কিছু করেন। আমরা সাথে আছি থাকবো ইনশাআল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন, চিড়াইপাড়া লাঙ্গল বন্ধ বাসস্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব শাইখ মোহাম্মাদ নূরুল আমিন, কামতাল পশ্চিম পাড়া বাইতুননূর জামে মসজিদের ইমাম ও খতীব হযরত মাওলানা হাফেজ আজিজুল ইসলাম আশেকী, সাহেব বাড়ি জামে মসজিদের ইমাম ও খতীব
মাওলানা মোহাম্মদ নাজির , মালিভিটা জামে মসজিদের ইমাম ও খতীব হযরত মাওলানা আবদুল্লাহ সাহেব, কামতাল কবরস্থান মাদ্রাসা পরিচালক  মাওলানা মো: আবদুস সাত্তার, মাওলানা জাকির হোসেন ফয়েজী, দৈনিক ভোরের সময় এর স্টাফ রিপোর্টার মোঃ সোহাগ, দৈনিক সময়ের কগজ এর স্টাফ রিপোর্টার মোঃ আক্তার হোসেন, বটমূল ফাউন্ডেশন এর সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব , সাধারণ সম্পাদক মো: সোহেল মাহমুদ ,সহ- সভাপতি মোঃ সোহাগ প্রধান লাঙ্গলবন্দ যুব সংঘ এর সভাপতি মোঃ আদনান সাজিদ, মোঃ ফরিদ, মোঃ কাদির, মোঃ আসলাম মো: সবুজ সহ স্থানীয় ব্যাক্তি বর্গ ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park