আজ রবিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৩, ০৫:৫০ অপরাহ্
ঝালকাঠি কানুদাশকাঠী গ্রামে আপন ভাইদের মধ্যে নাড়কেল পাড়াকে কেন্দ্র করে বিরোদ্বীয় পক্ষের হামলায় আহত ২ জন।
ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ
—————
ঝালকাঠি জেলার রাজাপুর থানাধীন কানুদাশকাঠী ৯নং ওয়ার্ড এলাকায় অদ্যকার ২৯ শে নভেম্বর আনুমানিক সকাল ১০ ঘটিকার সময় রাজাপুর উপজেলায় কানুদাস কাঠী গ্রামে আহত ফার জনার আপন চাচা মোঃ বেলায়েত হোসেন ও ভিবিন্ন কুকর্মের অধিকারী মো: আশ্বাস আপন ভাই মোঃ কাউছার হাওলাদার (৬০)
ও তার মেয়ে ফারজানা বেগমকে (২৮)নারকেল পাড়াকে কেন্দ্র করে দাঁড়ালো দা ও লাঠি দিয়ে মাথায় ও সারা শরীরে আঘাত করেন মোঃ বেলায়েত হোসেন (৬০)ও ভুমিহীন সন্ত্রাস আশ্বাব (৫০)। এতে করে কাউসার ও তার মেয়ে ফারজানা গুরুতর আহত হয়ে ভান্ডারিয়া হাসপাতালে চিকিৎসাধীন আছে।
স্থানীয় গ্রাম বাসীরা জানায় পূর্ব শত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটানো হয়। জাতিয় একুশে সংবাদ পত্রিকার থানা প্রতিনিধি মোঃ মনির হোসেন আহত পরিবারের কাছে বিষয় জানতে চাইলে তাহারা জানায় আমরা উক্ত ঘটনার জন্য রাজাপুর থানায় মামলা দায়ের করতে গেলে ডিউটি রত অফিসার অচিন্ত্য কুমার আহতদের জানায় আপনারা আগে চিকিৎসা নিন তারপর আমি ব্যবস্থা নিব বলে জানায়।