উজ্জল হোসেন মাসুম
বাংলার কথা ডেস্ক:
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভা এলাকায় কোনো ধরনের পূর্ব নোটিস ছাড়াই হঠাৎ করে আবাসিক বৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করায় ভোগান্তিতে পড়েছেন পৌরবাসী। ২৪ সেপ্টেম্বর (বুধবার) সকাল থেকে এলাকার বিভিন্ন বাড়িতে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় রান্না ও নিত্যপ্রয়োজনীয় কাজে চরম বিপাকে পড়েছেন পৌরবাসী।স্থানীয়রা জানান, হঠাৎ গ্যাস না থাকায় শিশু ও বৃদ্ধদের খাবার তৈরিতে কষ্ট হচ্ছে। অনেকেই বাধ্য হয়ে বাজার থেকে রান্না করা খাবার কিনে খাবার ব্যবস্থা করছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী মাগরিব নামাজের পর থানা রোড বন্ধ করে বিক্ষোভ করে।বিক্ষোভে পৌরসভার বিভিন্ন গ্রামের লোকজন অংশ গ্রহন করে। একজন ভুক্তভোগী বাসিন্দা বলেন, “কোনো ধরনের নোটিস ছাড়া গ্যাস বন্ধ করে দেওয়া অমানবিক। অন্তত একদিন আগে জানালে বিকল্প ব্যবস্থা নিতে পারতাম।”এদিকে, তিতাস কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট গ্যাস বিতরণ কোম্পানির কোনো কর্মকর্তা এ বিষয়ে কোন কিছু বলতে নারাজ। জানা যায়, লাইনের অনিয়মিত ব্যবহার ও বকেয়া বিল পরিশোধ না করার অভিযোগের কারণেই এই সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এলাকাবাসীর দাবি, যত দ্রুত সম্ভব গ্যাস সংযোগ পুনরায় চালু করতে হবে এবং ভবিষ্যতে কোনো পদক্ষেপ নেওয়ার আগে যথাযথ নোটিশ দিতে হবে। অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মো: উজ্জল হোসেন মাসুম (এমবিএ),
Copyright © 2025 দৈনিক বাংলার কথা. All rights reserved.