প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৭, ২০২৫, ৩:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২৫, ৮:০৫ অপরাহ্ণ
সোনারগাঁয়ে ভাইয়ের হাতে ভাই খুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাব পাড়া কে কেন্দ্র করে বড় ভাইয়ের ছুরির আঘাতে ছোট ভাই ওমর ফারুক খোকা (৩২) নিহত হয়েছে।
শুক্রবার (১৯ আগষ্ট) দুপুর ১২ টার সময় উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের আলাবদী গ্রামের কসাই বাড়িতে এই ঘটনা ঘটে।
সংবাদ পেয়ে পুলিশ বেলা ৩ টার সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বড় ভাই আক্তার হোসেন (৪০) গা ঢাকা দেন। এই ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
স্থানীয়রা জানান, বাড়ির পাশেই ডাব গাছ থেকে বড় ভাই আক্তার কে না বলে ছোট ভাই খোকার ডাব পাড়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে তুমুল ঝগড়া হয় এক পর্যায়ে বড় ভাই আক্তার হোসেন ছোট ভাই খোকাকে হাতে থাকা ছুরি দিয়ে হাতের ডান পাশে বুকের উপরে আঘাত করলে মাটিতে লুটে করে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু ঘটে। পরে আর হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি, পড়ে থাকে তার নিঠুর দেহ বাড়ির উঠোনে। চারিদিকে শোকের ছায়া নেমে আসে। এই অবস্থায় এলাকায় আতঙ্ক বিরাজ করতে শুরু করে।
এ সময় সোনারগাঁ এডিশনাল এসপি ও সোনারগাঁ থানার তদন্ত কর্মকর্তা রাশেদ খানসহ থানা পুলিশ লাশ ময়না তদন্তের জন্য আনতে গেলে বাধাগ্রস্ত হয়। পরিবারের দাবি তাদের দুই ভাইয়ের মধ্যে হাতাহাতির এর পর্যায়ে একজন মারা যায় তাদের কোন দাবি-দাওয়া ও অভিযোগ নাই। তাই ময়নাতদন্তের জন্য পুলিশে সোপর্দ করতে তারা ইচ্ছুক নয়। কিন্তু পুলিশ কিছুতেই আইনের বাইরে কিছুই করবে না। ময়নাতদন্তের পর তাদের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে ক্লিয়ার জানিয়ে দেওয়া হয়। ফলে ঘটনাস্থল থেকে লাশ থানায় নিয়ে আসা হয়।
সম্পাদক
ও প্রকাশক: মো: উজ্জল হোসেন
মাসুম (এমবিএ),
Copyright © 2025 দৈনিক বাংলার কথা. All rights reserved.