নিজস্ব প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৬ নং ওয়ার্ডের চরশিমুলপাড়া ওরিয়ন ফার্মাসিটিক্যাল সংলগ্ন শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ি।
রোববার ২৪ সেপ্টেম্বর বিকেলে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। নিহতের পরনে ছিল কালো প্যান্ট কালো শার্ট ও একটি হাত ঘড়ি।
কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ির এসআই তজিমুল ইসলাম জানান শীতলক্ষ্যা নদীতে একটি লাশ ভাসছে দেখে এলাকাবাসী সংবাদ দিলে লাশটিকে উদ্ধার করা হয়। নিহতের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। উদ্ধারকৃত লাশটি ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: উজ্জল হোসেন মাসুম (এমবিএ),
Copyright © 2025 দৈনিক বাংলার কথা. All rights reserved.