নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সদর ইউনিয়নের বাড়িয়া ছনি এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক মসজিদ ও কবরস্থানের জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগে শুক্রবার (১৪ই ফেব্রুয়ারি) রূপগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃতরা হলো রাজমিস্ত্রী নির্মাণ শ্রমিক অর্জুন চন্দ্র রায় ও নবচন্দ্র রায় । জানা গেছে রূপগঞ্জ থানাধীন সদর ইউনিয়নের টেকনোয়াদ্দা মৌজার ১০৯, ১১০ নং সিএস ও এসএ দাগের আরএস ১৩০, ১৩১ নং দাগের ১৬ শতাংশ জায়গার উপর রফিকুল ইসলাম লিটন বাদী হয়ে সিরাজুল ইসলাম, সালফারাজ, আলী রাজ ও রাজিবকে বিবাদী করে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পিটিশন মামলা দায়ের করেন। এ জায়গায় উভয় পক্ষকেই শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য আদালত ১৪৫ ধারা জারি করেছেন। কিন্তু ঐ চক্রটি আদালতের আদেশ অমান্য করে নির্মাণ কাজ করায় তাদের আটক করে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত হোসেন জানান, অর্জুন চন্দ্র রায় ও নব চন্দ্র রায় আদালতের আদেশ অমান্য করে নির্মাণ কাজ করায় তাদেরকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছি। এর সাথে যারা জড়িত থাকবে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।
সম্পাদক ও প্রকাশক: মো: উজ্জল হোসেন মাসুম (এমবিএ),
Copyright © 2025 দৈনিক বাংলার কথা. All rights reserved.