নিজস্ব প্রতিবেদক :
শারদীয় দূর্গাপূজা উপলক্ষে মৌলবি বাজার জেলার শ্রীমঙ্গল থানায় হিন্দু সম্প্রদায়ের চা বাগান শ্রমিকদের মাঝে বিসমিল্লাহ্ এন এম জুলফিকার ফাউন্ডেশনের মাধ্যমে শাড়ি কাপড় বিতরণ করা হয়। ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৩ টার সময় শ্রীমঙ্গল থানায় মাইজদিহি চা বাগান শ্রমিকদের মাঝে এ শাড়ি কাপর বিতরণ করা হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান শিক্ষানবিশ আইনজীবী নাদিরা আক্তার নিরা এর সভাপতিত্বে ও ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মোক্তার হোসেন এর সঞ্চালনায় এ-সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল থানার অফিসার্স ইনচার্জ ট্যুরিস্ট পুলিশ মোঃ কামরুল হাসান চৌধুরী। বিসমিল্লাহ্ এন এম জুলফিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান নাদিরা আক্তার বলেন, কিছুদিন পূর্বে পারিবারিক ভাবে আমরা এখানে ঘুরতে এসে ছিলাম। এখানে এসে অসহায় নারী চা-শ্রমিকদের সাথে কথা বলে জানাযায় পূজা উপলক্ষে তাদের কেউ সহযোগিতা করেনা। তাদের কথা শুনে আমি তাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম যে তাদের পূজা উপলক্ষে নতুন কাপড় উপহার দেবো। তাই তাদের দেওয়া প্রতিশ্রুতি হিসেবে আজ শাড়ি কাপড় নিয়ে তাদের কাছে ছুটে এসেছি। আজ তাদের মুখের হাসি দেখে আমি খুব আনন্দিত। আমাদের জন্য সবাই দোয়া করবেন আমাদের ফাউন্ডেশনের মাধ্যমে সমাজের ভালো কাজগুলো এভাবে যেন করতে পারি।
সম্পাদক ও প্রকাশক: মো: উজ্জল হোসেন মাসুম (এমবিএ),
Copyright © 2025 দৈনিক বাংলার কথা. All rights reserved.