বাংলার কথা ডেস্ক:
নারায়ণগঞ্জের সোনারগায়ে খামারীর অনুপস্থিতিতে পূর্ব শত্রুতার জের ধরে একটি মুরগীর খামারে খাবারের সাথে বিষ মিশিয়ে প্রায় শতাধিক বিভিন্ন জাতের দেশী মুরগীর মৃত্যু।মুরগীর খামারী মো: সুমন সোনারগায়ের ৩নং ওয়ার্ডের বাড়িচিনিষ গ্রামের বসবাস করে।প্রতিদিনের মত সকালে মুরগীর থামারে খাবার দিয়ে নিজস্ব কাজে চলে যান। কাজ শেষে বিকাল আনুমানিক ৩.৩০ মিনিটে খামার পরিদর্শন করতে গিয়ে দেখে কিছু মুরগী মারা গেছে এবং কিছু মুরগী মুমুর্ষ অবস্থায় ছটফট করছে। খামারী মো: সুমন আশে পাশের লোকজনদের জিজ্ঞেস করলে তারা কিছু জানে কিনা বা দেখছে কিনা? তারা কিছু জানে না বলে জানায়।পরবর্তীতে খামারী উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে মৃত মুরগীগুলো নিয়ে গেলে কর্তব্যরত প্রাণী চিকিৎসক জানায় বিষ মিশ্রিত খাবার খাওয়া কারনে মুরগীগুলো মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে খামারী মো: সুমন সোনারগাঁ থানায় অজ্ঞাত নাম দিযে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।