শাহীন হাওলাদার, চট্টগ্রামঃ-
বন্দর নগরির ইপিজেড থানার আকমল আলি রোডস্থ লিংক রোড সংলগ্ন (সি ডি এ মাঠে) আগামী ১০ জানুয়ারি ২০২০ সালে সংগঠনটি ১ম বারের মতো লং পিচ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে দক্ষিণ হালিশহর ক্রিড়া সংস্থা।এ বিষয় টুর্নামেন্ট আয়োজক সদস্য আরফান জানান,বর্তমান প্রেক্ষাপটে সমাজের যুবকদের খেলার প্রতি আগ্রহ এবং সকল প্রকার অপকর্ম হতে বিরত রাখার প্রচেষ্টায় এ আয়োজন করা হয়েছে।
আগামী ৩০ ডিসেম্বর ২০১৯ইং ফরম জমা দেয়ার শেষ তারিখ বলে দৈনিক বাংলার কথা কে জানানো হয়।