আজ রবিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৩, ০৫:২৮ অপরাহ্
প্রেস বিজ্ঞপ্তী :১৮এপ্রিল
নগরীর বন্দরথানাধীন ৩৮নং ওয়ার্ড ঐতিহ্যবাহি সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠান ”হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয়”এস.এস.সি ব্যাচ-১৯৯০এর পূনর্মিলনী ২দিন ব্যাপি উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি-মাবুদ ফজিলা ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহিদ হোসেন।এসময় সাবেক কমিশনার ও ম্যানেজিং সদস্য নুরুল আলম,জহুর আহম্মদ এবং স্কুলের প্রধান শিক্ষীকা মিসেস নীপা বড়ুয়া,মুক্তিযেদ্ধা এজাহার মিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উৎসব কমিটি আহবায়ক সৈয়দ জামাল উদ্দিনের সভাপতিত্বে ব্যাচ-১৯৯০এর পূনর্মিলনী ২দিন ব্যাপি উৎসবের উপ-কমিটির যুগ্ন আহবায়ক মিজানুল হক টিপু,প্রচার ও প্রকাশনা কমিটির মোরশেদ আলম,অর্থকমিটির হাজী কামাল,মোঃফয়সাল,আপ্যাপয়নে মোঃদিদার,সাংস্কৃতিক তে মোঃআলমগীর,ক্রীড়ায়-মোঃআজাদ,সাজসজ্জায় মোঃবাবুল হক,যোগাযোগে-মোঃআরমান,পুরস্কার ও র্যাফেল ড্রতে মোঃইলিয়াছ,অভ্যর্থনায় মোঃসালাউদ্দিন এবং শৃংখলা উপকমিটিতে মোঃছাবের সহ ব্যাচ-১৯৯০এরছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
১৮এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় স্কুল মাঠ থেকে কবুতর-বেলুন উড়িয়ে এবং স্কুলের প্রতিষ্ঠাতার প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করে কর্মসূচির সূচনা হয়।এছাড়া স্কুলের প্রতিষ্ঠাতা আব্দুল মাবুদ সওদাগরের কবরস্থানে পুষ্পমাল্যদান, বিশেষ দোয়া ,খতমে কোরআন ও কবর জিয়ারত এবং শেষে বর্নাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
১৯এপ্রিল ,শুক্রবার পতেঙ্গা বোর্ড ক্লাবে আরো ব্যাপক কর্মসূচিতে পুরস্কার বিতরণ,আলোচনা ওস্মৃতিচারণ,বই প্রকাশনা,মধ্যনভোজ,র্যাফেল ড্র অনুষ্ঠান এবং ডীনার প্রোগ্রাম সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চলবে বলে আয়োজক সূত্রে জানান।
————————————————-
ছবি সহ সংবাদ দাতাঃআহবায়ক সৈয়দ জামাল উদ্দিন,১৮এপ্রিল,চট্টগ্রামা।