আজ বুধবার, ০৩ মার্চ ২০২১, ০৯:৪০ অপরাহ্
চট্রগ্রাম প্রতিনিধিঃ-
নগরীর ইপিজেড থানা ধীন জ্ঞানের মশাল আয়োজিত শেখ রাসেল স্মৃতি বৃত্তি পরীক্ষার ফলাফল ও
পুরষ্কার বিতরন দক্ষিণ হালিশহর মুক্তিযোদ্ধা সিরাজুল আমিন স্মৃতি মিলনায়তনে ৩১জানুয়ারী
বিকেলে অনুষ্ঠিত হয়।
জ্ঞানের মশাল সভাপতি আজাদ হোসেন রাসেলের সভাপতিত্বে সাঃ সম্পাদক ইফতেখার জিসানের
সঞ্চালনায়ে পুরষ্কার বিতরন অনুষ্ঠানসম্পন্ন হয়।অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মোঃআবু তাহের, বিশিষ্ট ভাষা সংগঠক ও আঃলীগ সেক্রেটারী
হাজী মোঃশফিউল আলম সিঃইউনিট আঃ লীগ সভাপতি হাজী আব্দুর রউফ, বে শপিং সেন্টার ব্যবসায়ী
কল্যাণ সমিতির সহ-সভাপতি কাজী আজিজুল হক,নারী নেত্রী শারমিন ফারুক সুলতানা, প্রবীন
সংগঠক মোঃ ইলিয়াছ,মোঃ হারুন,মোঃমহসিন শিক্ষক প্রতিনিধি মোঃ ওসমান গনি,যুব সংগঠক ও
লেখক মনসুর আলী উপস্থিত ছিলেন ।
আমন্ত্রিত অতিথি হিসাবে খেলন সেন,,মোঃ নাসিমা বেগম,মবিনুল হক টিটু, মানবাধিকার নেতা হাজী
আবু তালেব, মোঃ সিদ্দীক হোসেন কাজল এবং সংগঠনের সদস্য/সদস্যারা অনুষ্ঠানে উপস্থিত
ছিলেন।
স্থানীয় ৩৯ নং ওয়ার্ড় কাউন্সিলর ও সংগঠনরে প্রধান উপদেষ্টা হাজ্বী জিয়াউল হক সুমন মুজিব
বর্ষের এই মহতী আয়োজন সহযোগীতা করতে পেরে নিজে কে ধন্য মনের করেন। তিনি অত্র এলাকায়
একটি স্থায়ী পাঠাগার স্থাপনের ব্যবস্থা করার অঙ্গীকার করেন।ইপিজেড-দক্ষিণ হালিশহরে শেখ
রাসেল উৎসাহ মূলক বৃত্তি পরীক্ষা সর্বদা চালু রাখার জন্য আয়োজকদের পৃষ্ঠপোষকতা করার কথা
জানান।