বন্দর প্রতিনিধি:-
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (সদর জোন) কর্তৃক বিশেষ অভিযানে নারায়ণগঞ্জ বন্দর থানাধীন নবীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ১১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১৬ হাজার ৭৫০ টাকা সহ চার জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার দিবাগত রাত্রে নাসিক ২৪ নং ওয়ার্ডের নবীগঞ্জ এলাকা থেকে জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এস আই) এস এম শামীম সহ সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো ১। মোঃ রিফাত মোল্লা (২৬), পিতা-মোঃ গোপাল হোসেন মোল্লা, সাং-সোনাকান্দা, থানা-বন্দর, জেলা-নারায়নগঞ্জ; ২। মোঃ সাগর (২৮), পিতা-নূর মোহাম্মাদ, সাং-দক্ষিন রেলীবাগান, থানা-সদর মডেল, জেলা-নারায়নগঞ্জ; ৩। মোঃ রাজু মিয়া (৪০), পিতা- মৃত. খলিলুর রহমান, সাং ইসলামবাগ নবীগঞ্জ, থানা-বন্দর, জেলা-নারায়নগঞ্জ; ৪। মোঃ সবুজ (৩২), পিতা- মোঃ আলী, সাং ইসলামবাগ নবীগঞ্জ, থানা-বন্দর, জেলা-নারায়নগঞ্জ’দের গ্রেফতার করা হয়।উদ্ধারকৃত ইয়াবার ওজন ১ শত গ্রাম এবং মূল্য ৩৩ লক্ষ টাকা। ধৃতদের বিরুদ্ধে জেলা ডিবি পুলিশ বাদী হয়ে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেন।