পটুয়াখালী জেলা ধুমকী থানাধীন ০৯/০৩/২০২১ ইং তারিখ দুমকি উপজেলার লাল-খাঁ ব্রীজের

সংলগ্নে আনুমানিক ৯.৪০ মিনিটের সময় গলাচিপা-টু-ঢাকা রুটের বেপারী পরিবহন নিয়ান্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে ।এতে অনেক যাত্রী গুরুতর আহত হয়েছে তবে কোন হতা হতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন স্থানীয়রা।