আজ মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৮:৩৮ পূর্বাহ্ন
চট্টগ্রাম জেলা সিইপিজেড বেবজা মেইনগেট রিলবিট কিষ্ণ মন্দির থেকে ভয়াভহ আগুন
মোঃ মোতালেব NPS
আগুনে কাচা বস্তি ঘর পুড়ে গেল অসহায় হয়ে পরলো অনেক পরিবার, তাহাদের এই কঠোর শীত নিবারনের রইলো না কোন কিছু, রান্না করার পাতিল সহ ঘরের আসবাব পত্র সব পুড়ে হল ছাই, আগুনের সুত্রপাত এখন পর্যন্ত যানা যায় নাই,
ক্ষয় ক্ষতির পরিমান ফায়ার সার্বিচ কর্তৃপক্ষর কাছ থেকে জানা যাবে , প্রথা মিক পর্যায় জানা যায় যে কৃশ্ন মন্দির সংলগ্ন কাচা ঘরে থেকে আগুনের সুত্রপাত হয়, ১০০গজ দক্ষিণদিক ৫০ ফিট এবং প্রস্তুত ৩০ ফিট পুড়ে ছাই হয়ে যায়।