নিজস্ব প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও অন্যত্রে তৈরিকৃত খাদ্যপণ্য নিজের প্রতিষ্ঠানে তৈরি করে বলে বাজারজাত করার অপরাধে সৈয়দপুর তালুকদার ফুড অ্যান্ড বেভারেজ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১০ অক্টোবর ২০২৩ ইং মঙ্গলবার র্যাব-১১ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর উপজেলার নয়াপুর বাজারে যৌথ অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানের মালিকের নিকট থেকে জরিমানা আদায় করেন।
এসময় উপস্থিত ছিলেন, র্যাব-১১’র সিপিএসসি মেজর অনাবিল ইমাম ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান, ক্যাব জয়েন্ট সেক্রেটারি বিল্লাল হোসেন রবিন। র্যাব-১১’র সিপিএসসি মেজর অনাবিল ইমাম জানান, ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।