বাংলা কথা ডেস্ক:
৮ সেপ্টেম্বর (শুক্রবার) বেলা ১১, ঘটিকায় সোনারগা থানায় ৩৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি গ্রেপ্তার। সোনারগা থানার এস আই পংকজ কান্তি সরকার তৎপরতায় সংগীর ফোর্সসহ নিয়মিতভাবে অভিযান ৭ ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে চট্টগ্রাম হইতে বিপুল পরিমান ইয়াবা চালান বিক্রয়ের জন্য ঢাকার উদ্দেশ্য আসতেছে।
উক্ত সংবাদের ভিত্তিতে এসআই পংকজ কান্তি সরকার সংগীয় কিলো ৭(দিবা) অফিসার এসআই আলমগীর ও ফোর্সসহ সোনারগাঁ থানাধীন পিরোজপুর ইউনিয়ন নিউটাউন শপিং কমপ্লেক্স এর সামনে ঢাকা চট্টগ্রাম হাইওয়ের ঢাকাগামী লেনে ধৃত আসামি মো: মাসুদ পারভেজ (৪২) পিতা -মৃত করিম হোসেন, সাং দূর্গাপুর, থানা- জোড়ারগঞ্জ, জেলা- চট্টগ্রাম, থেকে ০৮/০৯/২০২৩ খ্রি: তারিখ বেলা ১১:১০ ঘটিকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করিয়া ৩৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ উক্ত মাদক কারবারি এবং ১ টি বাজাজ পালসার মোটর সাইকেল আটক করে।
এ ব্যাপারে সোনারগা থানার (ভারপ্রাপ্ত)অফিসার ইনচার্জ মাহবুব আলম জানান মাদক কারবারি চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারের লক্ষে অভিযান অব্যাহত আছে। আটকৃত মাদক কারবারীর বিরুদ্ধে মামলা করে আদালতে প্রেরন করা হয়েছে।