আজ রবিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৩, ০৫:১৪ অপরাহ্
মোঃ ইসলাম – ক্রাইম রিপোর্টার চট্বগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
লোহাগড়া থানাধীন বড় হাতিয়া মগ ডিঘির মাট প্রাংগনে এক বিশাল ফুটবল খেলা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে,উক্ত ফুটবল খেলায় প্রীতি ম্যাচে – বিবাহিত বনাম অবিবাহিত – দুই দল অংশ গ্রহণ করেন, উক্ত খেলায় সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন বড় হাতিয়ার কৃতি সন্তান বিশিষ্ট ক্রিডাবিদ এবং সমাজ সেবক জনাব- কাইছার চৌধুরী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড় হাতিয়ার আওয়ামীলিগ সংগ্রামি সভাপতি জনাব- সাজেদুর রহমান চৌধুরী দুলাল,উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বড় হাতিয়ার ইউনিয়ন এর ইউপি চেয়ারম্যান জনাব – এম ডি জুনাইদ চৌধুরী,গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন বড় হাতিয়ার আওয়ামীলিগ নেতা – বাহাদুর চৌধুরী এবং অনেক অতিথি বৃন্দ সহ হাজারু দর্শকের উপস্থিতিতে বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল খেলার প্রীতি ম্যাচ সম্পুর্ণ হয়, খেলার ফলাফল – অবিবাহিত ২ গোল- বিবাহিত ১ গোল, উক্ত ফুটবল খেলার শেষে উপস্থিতি অতিথি বৃন্দের হাত থেকে জয় পাওয়া অবিবাহিত দল চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করে।