আজ মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৭:২০ পূর্বাহ্ন
বাংলাদেশের জাতীয় পতাকা উড়িয়েছে আর্জেন্টিনার শ্রেষ্ঠ ফুটবলার লিওনেল মেসি,অভিনন্দন জানিয়েছেন এডভোকেট বরকত উল্লাহ খানঁ চট্টগ্রাম জর্জ কোর্ট।
অনুভুতী এড,বরকত আল্লাহ্ খানঁ
—————-
সর্বকালের সর্ব শ্রেষ্ঠ ফুটবল মহা নায়ক লিওনেল মেসিকে অভিনন্দন।। এবারের বিশ্বকাপে বাঙালী হিসেবেও আমাদের প্রাপ্তী রয়েছে অনেক। আমরা দীর্ঘকাল ধরে বিভিন্ন দেশের সমর্থন করলেও কোন কালে কোন দেশ রেসপন্স বা প্রতিক্রিয়া দেখায়নি, শুধু এবার ই স্বয়ং আর্জেন্টিনা বাংলাদেশের প্রতি শুভেচ্ছা, অভিনন্দন জানিয়েছেন এবং কি আর্জেন্টিনাতে ও আমার দেশের জাতীয় পতাকা উড়িয়েছে। এবং ১৯৭৮ সনে বন্ধ হওয়া দুতাবাস চালুর কথা ভেবেছেন। একজন সমর্থক হিসেবে এর চেয়ে বড় পাওয়া আর হতে পারেনা। আমরাতো কতো দেশকে সমর্থন করি, বাবা ভান্ডারীর মতো অন্ধ ভক্ত হয়ে যাই। ভক্তের অনুরাগে মজারছলে অনেকে হিতাহিত জ্ঞান ও হাড়িয়ে ফেলি। কিন্তু কোন দেশ থেকে এমন প্রতিদান কখনো আসেনি, তাই আর্জেন্টিনা আবার ৩৬ বছর কাপ না জিতলেও বাঙালী সমর্থকদের আক্ষেপের কিছু নাই।। শুধু মাত্র বাংলাদেশের গুটিকয়েক মানুষের আক্ষেপ ছাড়া মেসির এই অর্জনে পুরো বিশ্ব খুশি।। ডিসেম্বরে আমাদের জজ কোর্ট বন্ধ থাকায় খুব উপভোগ করেছি। জানিনা আগামী বিশ্বকাপ দেখার সুযোগ পাবো কিনা? মনের অজান্তে খেলারছলে আমার কোন কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা প্রার্থী। সকলের জন্য শুভকামনা।।