আজ মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৭:৩১ পূর্বাহ্ন
“DUSAP” এর নতুন কমিটি গঠন, জাহিদুল সভাপতি, তনিম মৃধা সম্পাদক।
ঢাকা বিশ্ববিদ্যালয় পিরোজপুর জেলা ছাত্র সমিতি (ডুসাপ) এর নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ মো. তানভীর এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আরিফ মৃধা তনিম।
আগামী এক বছরের জন্য নবগঠিত আংশিক এই কমিটি গঠিত হয়েছে।
গত ১০ মার্চ ডুসাপের প্রধান নির্বাচন কমিশনার মোঃ জাহিদুল ইসলামের অধীনে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচনে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করা কথা থাকলেও প্রধান নির্বাচন কমিশনারের কাছে তিনজন প্রার্থীতা প্রত্যাহারপত্র জমা দেন। (DUSAP) এর গঠনতন্ত্র অনুসারে সভাপতি হিসেবে আব্দুল্লাহ মো. তানভীর এবং সাধারণ সম্পাদক হিসেবে আরিফ মৃধা তনিম নির্বাচিত হয়েছেন।
আব্দুল্লাহ মো. তানভীর ঢাবির ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও হাজী মুহম্মদ মুহসীন হলের আবাসিক শিক্ষার্থী। অন্যদিকে আরিফ মৃধা তনিম গণিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও ফজলুল হক মুসলীম হলের আবাসিক শিক্ষার্থী।
নিজেদের দায়িত্ব নিয়ে তানভীর ও তনিম বলেন ‘আমাদের ইচ্ছা হচ্ছে এই সংগঠনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পিরোজপুর জেলার ছাত্র-ছাত্রীদের ক্যাম্পাসে আর্থিক ও আবাসন সমস্যা সমাধান করার চেষ্টা করবো এবং এই সংগঠনের মাধ্যমে পিরোজপুরের অজপাড়া গাঁয়ের ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষায় সার্বিক পরামর্শ প্রদান করা হবে বলে ব্যাক্ত করেন।