আজ বৃহস্পতিবার, ৩০ Jun ২০২২, ০৬:৫৯ পূর্বাহ্ন
ভান্ডারিয়া প্রতিনীধিঃ
জেলার ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের একদল সেচ্ছাসেবী যুবকদের সমন্বয়ে গঠিত অরাজনৈতিক, অলাভজনক সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইকড়ি যুব ঐক্য পরিষদ।
আজ ২৫ শে আগষ্ট ২০২১ইং ৩য় বর্ষপূর্তি এবং চতুর্থ বর্ষে পদার্পণ করতে যাচ্ছে।
সংগঠনটি ২০১৮ সালের ২৫ আগষ্ট প্রতিষ্ঠিত হয়৷ বিগত তিন বছর সকলের সহযোগিতার মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে বিশেষ ভুমিকা পালন করে আসছে৷
সমাজের অসহায় দারিদ্র্য শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, শীতের মৌসুমে দারিদ্র্য সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন, রক্তের গ্রুপ নির্ণয়, অসহায় রোগীদের ঔষধের ব্যাবস্থা, রমজানে ইফতার সামগ্রী বিতরণ, সদস্যদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন সহ সামাজিক কার্যক্রমে সাধ্যানুযায়ী নিজস্ব প্রচেষ্টায় চলে আসছে৷
ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের মধ্য দিয়ে সংগঠনটির পথচলা শুরু । তার-ই ধারাবাহিকতায় প্রতিষ্ঠার ৩য় বছরেও কার্যক্রম অব্যহত থাকে৷
বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতিতে সাড়া পৃথিবী যখন স্তব্ধতায় এহেন মুহূর্তে ইউনিয়নের অসহায় পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
৩য় বর্ষে ইউনিয়নের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশীদার হিসেবে ইউনিয়নের বেশ কয়েকটি মাহফিলের প্রচার এবং একটি মাতৃহারা শিশুর সংগঠনটির সামর্থ্যনু্যায়ি পুরো এক বছরের খরচের দায়িত্বভার নিয়ে প্রতি মাসে পরিচালনা পরিষদের পক্ষ হতে খাবার পৌছে দেয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে।
প্রবাসী, চাকুরীজীবী, ছাত্র সহ সকল মানবিক শ্রেণিপেশার মানুষের সহযোগিতায় সংগঠন টি তাদের এ কার্যক্রম পরিচালনা করে আসছে৷
সংগঠনটির ৩য় বর্ষপূর্তি ও চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে ইউনিয়নের সর্বশ্রেণী পেশার মানুষ সংগঠনের কার্যক্রমক সাধুবাদ জানান।
ইউনিয়নের বিভিন্ন ব্যাক্তিবর্গ ভিডিও বার্তায় শুভেচ্ছা বিনিময় করেন এবং সংগঠনটির সার্বিক শুভকামনা ব্যাক্ত করেন এবং পরিচালনা পর্ষদের পক্ষ হতে সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাননো হয়৷
Attachments area
|
|