আজ রবিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৩, ০৪:১৮ অপরাহ্
বিশেষ প্রতিনিধিঃ চট্টগ্রাম, দৈনিক নব-অভিযান পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান সাংবাদিক হাসান বিশ্বাস এর নামে মিথ্যা ও মানহানিকর লিফলেট বিতরণ এর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়.
৬ই নভেম্বর, বুধবার, চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন বন্দর টিলা শাহপ্লাজা ৩য় তলায় “বাংলাদেশ আন্ত-জিলা সাংবাদিক সোসাইটি”র অস্থায়ী কার্যালয়ে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সাংবাদিক হাসান বিশ্বাস দীর্ঘ দিন ধরেই সুনামের সহিত সাংবাদিকতা করে আসছেন। আজকে তার নামে কিছু দুষ্কৃতী কারী উনার কাজে ঈর্ষানিত হয়ে তার নামে অপ্রচার মূলক মিথ্যা ও মানহানিকর লিফলেট বিতরণ করেন. এটা সাংবাদিক সমাজের জন্য চরম অপমানের। সেই সঙ্গে এই কাজের জন্য যে বা যাহারা ইন্দন যুগিয়েছেন তারাও চরম অন্যায় করেছেন। এটা সাংবাদিক হাসান বিশ্বাসের একার অপমান না এটা গোটা সাংবাদিক সমাজের অপমান। আমরা এই অন্যায়ের তিব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সেই এই ঘটনার সঙ্গে জড়িত সকল কে আইনের আওতায় কঠিন শাস্তির দাবিও জানাই।
বক্তারা আরও বলেন, আমরা আইন কে শ্রদ্ধা করি। আমরা যদি এর শুষ্ট বিচার না পাই তাহলে কঠর আন্দোলনের কর্মসূচি ঘোষনা করা হবে বলেও জানান।
সংগঠনের সভাপতি, জনাব গোলাম মোস্তফা তালুকদারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, দৈনিক নব-অভিযান পত্রিকার ব্যুরো প্রধান জনাব হাসান বিশ্বাস, দৈনিক নব-অভিযান পত্রিকার সাংবাদিক, ইমন চৌধুরী, সাংবাদিক, মোঃ নাসির উদ্দিন, সাংবাদিক আছিফুর রহমান (আছিফ) দৈনিক নব-অভিযান পত্রিকার ক্রাইম রিপোর্টার, মোঃ এমদাদ, দৈনিক কালের ছবি’র ইপিজেড প্রতিনিধি, সাংবাদিক ওমর ফারুক, দৈনিক কালের ছবি’র পতেঙ্গা থানা প্রতিনিধি, মোঃ শাহীন আলম, ঢাকা ক্রাইম নিউজের ব্যুরো প্রধান, রতন মল্লিক, মোঃ রিফাত, মোঃ লোকমান, মোঃ ইব্রাহীম খলিল স্বপন, সাংবাদিক আবুল খায়ের সহ প্রমুখ।