বাংলার কথা ডেস্ক:-
জাতীয় কাউন্সিল নির্বাচন ২০২৩ উপলক্ষে আরজেএফ সোনারগাঁ উপজেলা শাখার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৯ শে, সেপ্টেম্বর বিকেল ৩ টায় সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামে আরজেএফ সোনারগাঁ উপজেলা শাখার সভাপতি হাজী হারুনুর রশিদ প্রধানের বাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আরজেএফ সোনারগাঁ উপজেলা শাখার সভাপতি হাজী হারুনুর রশিদ প্রধানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো: উজ্জল হোসেন মাসুম এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আরজেএফ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস. এম. জহিরুল ইসলাম ।
কেন্দ্রীয় কমিটির সেকান্দার আলম শেখ, সিনিয়র ভাইস চেয়ারম্যান আরজেএফ, মাহবুব আরা দুলু, আহ্বায়ক আরজেএফ, এড. মোঃ শাহিন, সদস্য সচিব আরজেএফ, কাজী সাফিউর রহমান, সদস্য আহ্বায়ক কমিটি।
আরজেএফ সোনারগাঁ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন, সোনারগাঁও উপজেলা শাখার সাধারণ সম্পাদক, ফাহাদুল ইসলাম, বক্তব্য রাখেন, শুভেচ্ছা বক্তব্য রাখেন আক্তার হোসেন,আরজেএফ সোনারগাঁ উপজেলা শাখার যুগ্মসাধারণ সম্পাদক, নূর মোহাম্মদ সুজন, সহ প্রচার সম্পাদক , রাজু আহমেদ, প্রচার সম্পাদক, ।
এ সভায় আরজেএফ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস.এম. জহিরুল ইসলাম সদস্যদের উদ্দেশে বলেন, আমরা প্রশিক্ষত সাংবাদিক গঠনে বিশ্বাসী। সমগ্র বাংলাদেশে আমাদের আরজেএফ এর থানা, উপজেলা, জেলা শাখা কমিটি আছে। আমরাই একমাত্র সাংবাদিকদের অধিকার নিয়ে কথা বলি। বঞ্চিত সাংবাদিকদের অধিকার ফিরিয়ে দেওয়ার সংগঠন । দেশের যেখানেই সাংবাদিক নির্যাতনের অভিযোগ আসে আমরাই প্রথমে প্রতিবাদ আওয়াজ তুলি। আরজেএফ বঞ্চিত সাংবাদিকদের অধিকার আদায়ের কাজ করে।
সবশেষে আগামী ২৮ শে অক্টোবর ২০২৩ জাতীয় প্রেস ক্লাবে আরজেএফ এর জাতীয় কাউন্সিল ২০২৩ সফল করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান। এছাড়াও ঐক্যবদ্ধ থেকে কেন্দ্রীয় কমিটির সকল কর্মসূচিতে সক্রিয় থাকার আহবান জানান।