আজ মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ০৩:৪০ অপরাহ্
চট্রগ্রাম প্রতিনিধিঃ-
আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী হাজী জিয়াউল হক সুমন সোমবার বাদে
আছর( বিকেলে) দলীয় নেতা কর্মীদের নিয়ে মাজার জিয়ারত করে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা কার্যক্রম শুরু করে। এসময় থানা
আঃলীগ আহবায়ক হাজী হারুন উর রশিদ,মুক্তিযোদ্ধা এম.এ তাহের,ওয়ার্ড সভাপতি সুলতান নাছির উদ্দিন শাহ, ভারপ্রাপ্ত সাঃসম্পাদক
আকবর হোসেন কবি,সাবেক কমিশনার হাজী মোঃ আসলাম,আঃলীগ নেতা সেলিম আফজাল,মোঃইলিয়াছ, মোঃহারুণ,লোকমান হাকিম,
জাবের হোসেন, হাজী আব্দুর রউফ,নুরুল বশর,হাজী আক্কাস সওঃ ,আব্দুল গফ্ফার,যুবলীগ সাঃসম্পাদক সেলিম রেজা, জামাল
উদ্দিন,মোঃ হারুন,স্বেচ্ছাসেবকলীগের মামুনুজ্জামান মামুন, মহিলা আঃলীগ নেত্রী শারমিন সুলতানা,নাছিমা আক্তার, রুমানা আক্তার সহ
দলীয় নেতৃবৃন্দ গণ সংযোগে উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দরা সুমনের লাটিম মার্কায় ভোট প্রার্থনা করেন।