আজ মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৯:১৫ পূর্বাহ্ন
যুব সাহিত্য ফোরামের উৎসাহমূলক মেধাপুরষ্কার ও মাতৃভাষা দিবস উদযাপনে বিভিন্ন কর্মসূচি
…………………………………………
ডেস্ক নিউজ:১৬ফেব্রুয়ারি
নগরীর বন্দর-ইপিজেড, পতেঙ্গাস্থ শিল্প সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক আলোর পথে- যুব সাহিত্য ফোরাম মুক্তিযোদ্ধা সিরাজুল আমিন স্মৃতি সংসদ ও ঐতিহ্যবাহী হালিশহর একাদশ ক্লাবের যৌথ উদ্যোগে মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উদযাপন ২০২৩ইং উপলক্ষে অত্র ৩৯নং ওয়ার্ডের আওতাধীন প্রাথমিক বিদ্যালয়সমূহের ১ম থেকে ৫ম শ্রেণির (২০২২ইং সালের) ক্লাস ও সমাপনী পরীক্ষায় ১ম থেকে ৩য় স্থান অর্জনকারীদের উৎসাহমূলক মেধাপুরষ্কার প্রদান করা হবে। এছাড়া ২১শে ফেব্রুয়ারি (বাংলা ৮ ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ) পালনে প্রভাতফেরী, পুষ্প মাল্য অর্পণ, আলোচনা সভা ও চিত্রাংকন, কবিতা ও ছড়া পাঠ এবং সুন্দর হস্তাক্ষর লেখা প্রতিযোগীতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।
উল্লেখ্য যে,৩৯নং ওয়ার্ডের আওতাধীন প্রাথমিক বিদ্যালয় সমূহের ১ম থেকে ৫ম শ্রেণির (২০২২ইং সালের) ক্লাস ও সমাপনী পরীক্ষায় ১ম থেকে ৩য় স্থান অর্জন কারীদের উৎসাহমূলক মেধাপুরষ্কার প্রদানের জন্য আপনার বিদ্যালয়/শিক্ষাপ্রতিষ্ঠানের ১ম থেকে ৩য় স্থান অর্জনকারীদের মেধা তালিকা আগামী ২০ফেব্রুয়ারির মধ্যে উল্লেখিত ঠিকানা অথবা ব্যক্তিগণের নিকট সরাসরি জমাদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
উক্ত অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সমাজ সেবক, সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবি, চিকিৎসক, শিক্ষক ও সংগঠক নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
উক্ত অনুষ্ঠানে আপনি/আপনারা সবান্ধবে উপস্থি’তি ও সাবির্ক সহযোগীতা কামনা করা হচ্ছে।
অনুষ্ঠান স্থলঃ মোহাম্মাদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,নারিকেল তলা, হক সাহেব রোড, ৩৯নং ওয়ার্ড, চট্টগ্রাম।
অনুষ্ঠানের সম্ভাব্য তারিখঃ ২৪ফেব্রুয়ারি,২০২৩ইং সকাল সাড়ে ৯টা।
বিঃদ্রঃ- আলোর পথে পত্রিকা, যুব সাহিত্য ফোরাম এবং হালিশহর একাদশ ক্লাবের যুগপূর্তি উৎসব পালনের অংশ হিসাবে মার্চের ২০২৩ইং পর্যন্ত বিভিন্ন কার্যক্রম পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।
সার্বিক যোগাযোগঃ ০১৭১৮-৩৪৫৬১৫,০১৯১৬-২৬৩৮/
০১৭৯৪-০০৫৬১৪দেলোয়ার আমিন হারুন,এম. শাহেদুর রহমান শাহেদ , সাংবাদিক মুঃ বাবুল হোসেন বাবলা মাতৃভাষা দিবস উদযাপন কমিটির সমন্বয়কারী হিসেবে সংশ্লিষ্ট সকলের কাছে বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।