আজ বুধবার, ০৩ মার্চ ২০২১, ০৮:১৪ অপরাহ্
চট্রগ্রাম প্রতিনিধিঃ-
আওয়ামী লীগ চট্টগ্রাম মহানগর ”ইপিজেড-৩৯নং ওয়ার্ড আওয়ামী লীগ”র উদ্যোগে আসন্ন চসিক নির্বাচন উপলক্ষে ১৪ নভেম্বর
শনিবার সকালে পোর্টসিটি কমিউনিটি সেন্টারে ৪১টি কেন্দ্র কমিটির দায়িত্বশীলদের সাথে মহানগর আওয়ামী লীগ মনোনীত মেয়র
প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম চৌধুরী’র সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
৩৯নং ওয়ার্ড আওয়ামী লীগ”র ভারপ্রাপ্ত সভাপতি হাজ্বী সুলতান নাছির উদ্দিনের সভাপতিত্বে ও সাবেক কমিশনার হাজী মোঃ
আসলামের সঞ্চালনায়ে মতবিনিময় সভা সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বীর
মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম চৌধুরী, বিশেস অতিথি-নগর আঃলীগ সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু,নগর সদস্য
কামরুল হাসান বুলু, রোটাঃহাজি মোঃ ইলিয়াছ ,প্রধান বক্তা –ইপিজেড থানা আহবায়ক হাজী মোঃ হারুন উর রশিদ, যুগ্ন আহবায়ক
মোঃ আবু তাহের,৩৯নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও যুবলীগ সভাপতি হাজি মোঃজিয়াউল হক সুমন,আরো বিশেষ অতিথির বক্তব্য
রাখেন নগর আঃলীগ শ্রম সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী,ধর্ম বিষয়ক সম্পাদক হাজী জহুর আহম্মদ কোং,৩৯নং ওয়ার্ড আঃ লীগ”র
ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ আকবর হোসেন কবি,আঃলীগ নেতা মোঃ সেলিম আফজাল, মোঃ ইলিয়াছ, মোঃ হারুন উর রশিদ, মোঃ
নাছির উদ্দিন, ডাঃ ফসিউল আলম, মোঃজাবের হোসেন, মোঃসালাউদ্দিন,৩৯নং ওয়ার্ড যুবলীগ সাঃসম্পাদক-মোঃ সেলিম রেজা,
মিজানুর রহমান মিন্টু, স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ মামুনুজ্জামান মামুন, মহিলা আঃলীগ সভানেত্রী শারমিন ফারুখ
সুলতানা,কামরুন্নাহার বেগম,নাছিমা আক্তার, জুলেখা বেগম,ছাত্রলীগ নেতা জাহিদ হোসেন খোকন,জিয়াউল হক জিয়া, জোবায়ের
খলিলদীপু, ইফতেকার হোসেন জিসান,শ্রমিকলীগ নেতা জাহেদ হোসেন সহ ৪১টি ভোট কেন্দ্র কমিটির আহবায়ক সচিবরা বিভিন্ন
সমস্যাবলী তুলে ধরেন।
এসময় মেয়র প্রার্থী ওনগর আঃলীগ যুগ্ন সম্পাদক বীর বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম চৌধুরী বলেন, আগামী চসিক নির্বাচনে
আমি মেয়র নির্বাচিত হলিই সাবেক প্রয়াত সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর ন্যায়” কোন প্রকার হোল্ডিংট্যাক্স বাড়াবো না
আর জনগনের মাঝে বাংলাদেশ আঃলীগের দৃশ্যমান উন্নয়ন কাজ গুলো সচিত্র তুলে ধরে সত্যিকার সেবকের ভূমিকা পালন করতে
নেতা-কর্মীদের প্রতি দৃঢ় আহবান করেন।
তিনি আগামী চসিক নির্বাচনে ৪১টি কেন্দ্রের জন্য পরিক্ষিত এজেন্ট এবং দায়িত্বশীল ব্যক্তি হাতে কাজ বুঝিয়ে দিতে ৩৯নং ওয়ার্ড
আওয়ামী লীগ”র নির্বাচন পরিচালনা কমিটি কে অনুরোধ জানান। এছাড়া নির্বাচন কে সামনে রেখে প্রতি ওয়ার্ডে কর্মী-সমর্থকদের
সমন্বয় করে”আওয়ামীলীগের দৃশ্যমান উন্নয়ন জাতির সামনে তুলে ধরতে বলেন। আর নারী বান্দব কার্যক্রম ,নারী উদ্যোক্তা
সৃস্টি,সামাজিক নিরাপত্তা,মাদক ও সন্ত্রাস-অপরাধমুক্ত সমাজ গঠনের আঃলীগের মনোনীত প্রতিক, বঙ্গবন্ধুর প্রতীক এবং শেখ হাসিনার
উন্নয়র সূচক প্রতিক নৌকা এবং কাউন্সিলর পদে লাটিম মার্কায় সুমন কে জয়ী করতে ঐক্যবদ্ধ সবার প্রতি দৃঢ় আহবান
জানান।