আজ রবিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৩, ০৪:৪২ অপরাহ্
ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিনিধিঃ-
ব্রাহ্মণবাড়িয়ায় শাহীন মিয়া (২৫) নামে এক চালককে হত্যা করে তার অটোরিকশা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ আগস্ট) দিনগত রাতে শহরের উলচাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত শাহীন শহরের পশ্চিম মেড্ডা মৌবাগ এলাকার জাকির হোসেনের ছেলে।নিহতের পরিবার জানায়, রাতে গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে উলচাপাড়া যাচ্ছিলেন শাহীন। পথে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে ও অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে যায়। আহত অবস্থায় শাহীন তার বাবাকে ফোনে বিষয়টি জানালে পরিবারের লোকজন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বলেন, ঘটনাটির তদন্ত চলছে। শুক্রবার (২০ আগস্ট) সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।