আজ রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ০৯:৫০ অপরাহ্
মোঃ সোহাগঃ-
২৭জানুয়ারী চসিক নির্বাচনে কয়েকটি কেন্দ্রে সহিংসতায় বিরোধী পক্ষে ৩-৫জন আহত কবার খবর পাওয়া গেছে। সাধারণ ছুটি না থাকায় নারী ভোটার উপস্থিতি নেই বল্লে চলে..। বেশ কয়েকটি কেন্দ্র থেকে বিএনপি এবং আঃলীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীদের এজেন্ট বের করে,মারধর-লাঞ্জিত করা অভিযোগ পাওয়া গেছে। এদিকে ইপিজেডের(৩৯নং) ওয়ার্ডে) মোহাম্মদীয়া সরঃস্কুলের সাব কেন্দ্র উদয়ন স্কুলে ভোট দিতে যাওয়া ও এজেন্ট বের করে দেওয়া কে কেন্দ্র করে তিন বিএনপি নেতা-পারুল, শাহজাহান, রাসেল সহ আরো কয়েকজন আহত হয়েছেন বলে দলীয় সমর্থক ও কমিটির সভাপতি মোঃআশ্রাফ উদ্দিন সংবাদ মাধ্যম কে জানিয়েছেন। এছাড়া ৪০নং ওয়ার্ডের পতেঙ্গা বালিকা বিদ্যালয়ে কাউন্সিলর প্রার্থী হাজী হারুণ কে চরমভাবে লাঞ্জিত করে কন্দ্রে থেকে বের করে দেন ঠেলাগাড়ী প্রতীকের কর্মী-সমর্থকরা। পশ্চিমে মুসলিমাবাদে অপর প্রার্থী নাছিরের সমর্থকদের সাথে বারেকের লোকদের সংঘর্ষ হয় বলে তরুণ ভোটার রাহেলপ্রতিবেদক কে জানাই। এসময় আইন-শৃংখলাবাহিনীর সদস্য নিরব দাড়িঁয়ে থাকেন বলে প্রার্থী হারুন নিজেই অভিযোগে জানান। ইপিজেডের সকল কেন্দ্র গুলো শতশত বহিরাগত যুবকদের কে লাটি-সোটা হাতে ভোট কেন্দ্র দখলের দৃশ্য দেখা গেছে। আর সকল কেন্দ্র গুলোতে বুধে গিয়ে বাটন ছিপে পছন্দের মার্কায় ভোট দিতে নিরীহ ভোটারদের চাপ প্রয়োগ করার গুরুতর অভিযোগ শতশত স্থানীয় ভোটারদের। ৩৮নং ওয়ার্ডে আঃলীগের বিদ্রোহী প্রার্থী হাসান মুরাদের কর্মী-সমর্থকদের সাথে ঠেলাগাড়ী(দলীয়) প্রার্থী গোঃচৌধুরীর সাথে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া মতো ঘটনা ঘটেছে বলে স্থানীয় ভোটাদের সূত্রে জানা গেছে। বন্দরের ৩৭নং ওয়ার্ডে আঃলীগের বিদ্রোহী প্রার্থীর সাথে দলীয় প্রার্থীর ভোট কেন্দ্র দখল নিয়ে আনন্দ বাজার এলাকায় সংঘর্ষে একজন কর্মী গুরুতর জখম হন বলে স্থানীয় সুত্রে জানা গেছে।আর সর্ব দক্ষিনের ৪১নং ওয়ার্ডে কাউন্সিলর ভোটে ত্রিমুখি লড়াই চলছে বলে একাধিক দলীয় এজেন্ট,সমর্থক-ভোটার সূত্রে জানা গেছে। এখানো সকালে দুটি সেন্টারে সকালে ঘুড়ির সমর্থকরা আলমগীরের ব্যাডমিন্টন এজেন্টদের বের করে দিতে চাইলে দফায় দফায় হামলা হয়,পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেন। বিজয় নগর সেন্টারে(ডাঃআবছারের) মিষ্টি কুমড়ার এজেন্টদের মারধর সহ লাঞ্জিত করার অভিযোগ হলেও পরে ভোট কেন্দ্রে ডুকতে দেয় সহকারী প্রিজাটিং অফিসার, পোলিং অফিসারগণ। এই ওয়ার্ডে শেষ খবর পাওয়া পর্যন্ত মিষ্টি কুমড়া জয়ের ব্যাপারে একাধিক ভোটারগন খুবই আশাবাদ ব্যক্ত করেন। বন্দরের আলোচিত ওয়ার্ড ৩৬নং (নিমতলা-গোসাইলডাঙ্গা)এলাকায় মুর্শেদের লাটিম আর জাহাঙ্গীরের ঘুড়ির তুমুল লড়াই হচ্ছে বলে খবর পাওয়া গেছে। এই দিন থানার দুটি সংরক্ষিত নারী আসনে সাবেক মহিলা কাউন্সিলর মিসেস শাহানুর বেগম ও আফরোজা কালাম (গ্লাস) মার্কা আর ফেরদৌসী আকবরের বই প্রতীক অনেক ভোট নিয়ে জয়ী হবার ব্যাপারে তাদের সমর্থকদের মন্তব্য দেন। যা হোক সর্ব সেন্টার গুলোতে যে, অনেকটাই জোর-পূর্বক,বল প্রয়োগ ,পেশীশক্তি ও প্রশাসন যন্ত্র ব্যবহার করে ভোট জালিয়াতির তীব্র অভিযোগ করেছেন বন্দর-ইপিজেড ও পতেঙ্গার বিএনপি নেতৃত্ব শ্রেনীর একাধিক থানা,ওয়ার্ড ,ইউনিট নেতৃবৃন্দ। বন্দর-ইপিজেড,পতেঙ্গায় চসিক নির্বাচনে দুপুরের পর থেকে ভোটার শূন্য কেন্দ্র , ১০-১২% এর বেশী ভোট না পড়ার আশংকা: সহকারী প্রিজাটিং ওপোলিং অফিসার প্রাথমিক ভাবে ধারণা করে জানান। তবে তারা ভোটের মাঠে সন্ধ্যায় ফলাফল ঘোষনা না হওয়া পর্যন্ত অবজারবেশন করবেন বলে সংবাদ মাধ্যম কে জানিয়েছেন।