আজ মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৭:৫১ পূর্বাহ্ন
বন্দর ইপিআই জোনের আওতায়
এডিডিএস সংস্থার উদ্যোগে জাতীয় ভিটামিন এ’প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত” চট্টগ্রাম প্রতিনিধিঃ-
=================================
স্বাস্থ্যবার্তাঃ০৬অক্টোবর(প্রেস বিজ্ঞপ্তী)
দেশব্যাপি জাতীয় ভিটামিন এ’প্লাস ক্যাম্পাইনের অংশ হিসেবে০৪-১৭অক্টোবর পর্যন্ত ৬মাস থেকে১১মাস বয়সী(নীল ক্যাপসুল) এবং
১বছর থেকে ৫বছরের নিচে শিশুদের লাল রঙের ভিটামিন’এ’ক্যাপসুল বিনামূল্যে খাওয়ানোর মধ্যে দিয়ে কর্মসূচির সূচনা করেন
৩৯নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর জিয়াউল হক সুমনের পক্ষে(প্রতিনিধি) , সমাজকর্মী মোঃ মিজানুর রহমান।এসময় বন্দর ইপিআই
জোনের জোনাল মেডিকেল অফিসার ডাঃ হাসান মুরাদ চৌধুরী, প্রাচিকসের সহ-সম্পাদক উপদেষ্টা ডাঃ উদয়ন কান্তি মিত্র।
বন্দরজোনের আওতায় ৬টি ওয়ার্ডে প্রায় ৬৫ হাজার শিশু কে লাল রঙের ভিটামিন,সাড়ে ৯হাজার শিশু কে নীল রঙের এ’প্লাস ক্যাপসুল
খাওয়ানো হতে পারে বলে জানিয়েছেন জোনালি মেডিকেল অফিসার ডাঃ হাসান মুরাদ চৌধুরী।
সিইপিজেডস্থ আলোরপথে-দিগন্ত ডেভেলপমেন্ট সোসাইটি(এডিডিএস) রোববার সকালে ভিটামিন এ’প্লাস
ক্যাম্পাইনের কেন্দ্র উদ্বোধন করেন ৩৯নং ওয়ার্ড কাউন্সিলর পরিষদের সাবেক সদস্য ও সমাজসেবী হাজী মোঃ
সাহাব উদ্দিন। এসময় সংস্থার উপদেষ্টা সদস্য ডাঃ উদয়ন কান্তি মিত্র,মহিলা সম্পাদিক মিসেস শাহিনুর
খানম, ভারপ্রাপ্ত নির্বাহি সম্পাদক মুঃ বাবুল হোসেন বাবলা,যুগ্ন সম্পাদক মোঃ অসাদুল ইসলাম,ট্রেনার সদস্য
কনা দাশ,স্বাস্থ্য সহকারী সুরমা বেগম, সংগঠক তাহমিনা ইসলাম, জাহিন পারভীন , কার্য্যকরী সদস্য নাহিদা
আক্তার রিতু, ইসরাত জাহান উর্মি সহ সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ।
পতেঙ্গা চরপাড়াস্থ ডাঃ ম.ফ ফিরোজঃ এডিডিএস-সংস্থার উদ্যোগে ৪০নং ওয়ার্ডের পতেঙ্গা চরপাড়া(গোল্ডেন
বিচ) ডাঃ আ.ম.ফ ফিরোজের বাড়ীতে অস্থায়ী কেন্দ্রে ভিটামিন এ’ক্যাপসুল খাওয়ানো কর্মসূচি ০৬অক্টোবর মঙ্গলবার উদ্বোধন
করেনডাঃ আ.ম.ফ ফিরোজ। এসময় সংস্থার যুগ্ন সম্পাদক আসাদুল ইসলাম,স্বাস্থ্যসহকারী(নিয়মিত) সুরমা বেগম, সংগঠক জাহিন
পারভীন, পান্না বিশ্বাস সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে সহায়তা করেন। ডি.এইচ.এম.এস হোমিও চিকিৎসক কল্যাণ
সোসাইটির (বন্দর ইপিজেড পতেঙ্গা) জোনের পক্ষ থেকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর শুভ উদ্বোধন করেন হোমিও চিকিৎসক
কল্যাণ সোসাইটির কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ । এতে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডাঃ এম এ কাশেম, ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ এম
এ খালেক, সাধারণ সম্পাদক ডাঃ এস এম এমরান, সাংগঠনিক সম্পাদক ডাঃ আহসান হাবীব, ডাঃ মোহাম্মদ কামাল হোসাইন, ডাক্তার
এহসান, ডাঃ শামীম শিকদার, ডাঃ ইব্রাহিম খলিলুল্লাহ,ডাঃ আমির হোসেন প্রমুখ। এছাড়া আগামী০৮ অক্টোবর(বৃহস্পতিবার)বে
শপিং সেন্টার চত্তর,১০অক্টোবর(শনিবার) নিউ মুরিং দূর্বার ক্লাবে ভিটামিন এ’ক্যাপসুল খাওয়ানো কর্মসূচি অনুষ্ঠিত হবে।
সন্ধ্যাকালীন মমতা মাতৃসদন, বন্দরটিলা মাতৃসদন হাসপাতাল ও এডিডিএস কেন্দ্র প্রতিদিন কার্যক্রম ১৭অক্টোবর
পর্যন্ত চলবে ।
ছবি সহ সংবাদ প্রেরক-মুঃ বাবুল হোসেন বাবলা ,টিকা সমন্বয়কারী(বন্দরজোন)চট্টগ্রাম।