আজ মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৭:২৪ পূর্বাহ্ন
পিরোজপুর জেলা ভান্ডারিয়া থানাধীন ১ নং ভিটাবারিয়া ইউনিয়ন এর মঞ্জু মার্কেট জাতীয় পার্টি জেপির অফিস উদ্ভোদন
ও মতবিনিময় সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জনাব আনোয়ার হোসেন মঞ্জু এমপি মহোদয় ও বিভিন্ন ইউনিয়নের ও উপজেলার সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন ও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ভান্ডারিয়া উপজেলার যুব সংহতির সদস্য সচিব মামুনুর রশিদ মামুন সরদার ভাই তিনি বলেন আনোয়ার হোসেন মন্জু এমপি ভান্ডারিয়ায় এখন প্রতিটা এলাকায় সাধারন মানুষ নীজ বাড়ী থেকে গাড়ী চড়ে প্রতি এলাকায় সচারাচর ঘোড়া ফেরা করতে পারে,
কিছু কুচক্র মহল মন্জু ভাইর ৩৮ বছর এই ভান্ডারিয়া ইন্দুরকানী,কাউখালি এলাকায় মন্জু ভাইর ছবি মুছে ফেলার পায়তারা করিতেছে,তাহাদের হুশিয়ার করে মামুনুর রশীদ বলেন যে সকল কুচক্রী মহল মন্জু ভাইর জাতীয় পার্টি জেপীর বিরোধিতা করবে তাহাদের ফলাফল ভাল হবেনা, তিনি ভিটাবাড়িয়ার মানুষ চুরি ডাকা তীর শিকার হন ঐ সব চোরদের হুশিয়ার করে বলেন ধরা পরলে জামিন হবেনা চীর তরে চোরের খাতা থেকে নাম কেটে দেওয়া হবে, সর্বশেষ সকলে র সু-সাস্হ্য কামনা করে মন্জু ভাইর হাতকে শক্তিশালী করার জন্য সকলকে ঐক্য মত হওয়ার জন্য দাবি জানান।