পিরোজপুর জেলা ভান্ডরিয়া থানাধীন ৭নং গৌরীপুর ইউনিয়ন পরিষধ এর বার বার নির্বাচিত সুযোগ্য জাতীয় পার্টী জেপীর ছাইকেল প্রতিক নিয়া

পুনরায় চেয়াম।ন সে ২য় বারের মত শপথ গ্রহন করেন
ভান্ডরিয়া থানাধীন ৭নং গৌরীপুর ইউনিয়ন পরিষধের ঐ উনিয়নের সাধারন জনগন বীপুল ভোট দিয়া নির্বচিত করেন চেয়ারম্যন নির্বাচিত হওয়ায় তাহাকে চেয়ারম্যান হিসাবে,এসময় শপথ বাক্য পাঠ করান পিরোজপুর জেলার সু যোগ্য জেলা প্রশাসক জনাব আবু আলীমোঃ সাজ্জাদ হোসেন

আরো উপস্হিত ছিলেন সুযোগ্য পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান জনাব মহিউদ্দিন মহারাজ, ভান্ডারিয়া উপজেলা নির্বাহি অফিসার জনাব সীমা রানী ধর, ভার প্রাপ্ত কর্মকরতা ভান্ডারিয়া থানা
ভান্ডরিয়া থানার প্রতি ইউনিয়নের ছাইকেল প্রতিকের সমর্থক বৃন্দর উপস্তিতীতি ও নবনির্বাচিত ৫জন চেয়ারম্যান, ৬০জন মেম্বর সহ বিভিন্ন রাজনৈতিক নেত্রীবৃন্দ,সাংবাদিক বৃন্দও সুধী বৃন্দর কাছে শফত করে বাক্য পাঠ করে চেয়ারম্যন বলেন আমি যাহাতে মানুষের সেবা দিতে পারি সেজন্য সবাইর কাছে দোয়া চাই ও আমার এলাকার সকলের কাছে সাহায্য কামনা করি।