শিরোনাম
  চট্টগ্রামে জাতীয় শ্রমিক লীগের ব্যনারে ইফতার সামগ্রী বিতরণ।।       একমাত্র ছেলে নাহিদকে হারিয়ে দিশেহারা মা-বাবা।       একমাত্র ছেলে নাহিদকে হারিয়ে দিশেহারা মা-বাবা।       একমাত্র ছেলে নাহিদকে হারিয়ে দিশেহারা মা-বাবা।       ঢাকা বিশ্ববিদ্যালয় পিরোজপুর জেলা ছাত্র সমিতি (ডুসাপ) এর নতুন কমিটি গঠিত হয়েছে       পারিবারিক কলহের জেরে ছুরি দিয়ে ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা।       বাংলাদেশ ইয়ুথ ভলেন্টিয়ার এওয়ার্ড পেলেন দূর্বার তারুণ্যের আবিদ       ঝালকাঠিতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ।       ইপিজেডের বিমান বন্দর রোডে তেলবাহী ট্রেন ও বাসের সংঘর্ষে ৩জন নিহত       বাঁশখালী থানা পুলিশ কর্তৃক ১৬, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার    


ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির সাংবাদিকদের জন্য করোনাভাইরাস কোভিড-১৯ বিষয়ক অনলাইন প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। সোববার ঝালকাঠি জেলা-উপজেলার ২৫ জনের বেশি সাংবাদিক এই প্রশিক্ষণ কোর্সে অংশ গ্রহণ করেন। বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) সাংবাদিকদের জন্য এই কোর্সের আয়োজন করে। গত ২২ আগষ্ট একই বরিশাল জেলা-উপজেলার সাংবাদিকদের জন্য এই প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়। অনলাইন প্রশিক্ষণ কোর্সটি যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউনাইটেড  স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল  ডেভেলপমেন্ট (ইউএসএআইডি)-এর সহযোগিতায় ব্রেকথ্রু অ্যাকশন প্রকল্পের অংশ হিসেবে তৈরী করা হয়েছে। করোনা বিষয়ে সঠিক তথ্য মানুষের কাছে তুলে ধরার জন্য বিএমএসএফ  “সাংবাদিকদের জন্য কোভিড-১৯ বিষয়ক” অনলাইন প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে। প্রশিক্ষণটির প্রধান  উদ্দশ্যে হচ্ছে সকল সাংবাদিকদের কোভডি-১৯ সর্ম্পকে গুরুত্বপূর্ণ  তথ্য দেয়া যাতে তারা এই মহামারি কীভাবে সামাল দিবেন এবং এই পরিস্থিতি মোকাবেলায় কীভাবে দায়িত্ব পালনের পাশাপাশি নিজেদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করবেন সে সর্ম্পকে একটা সম্যক ধারণা দেয়া। এছাড়া কোভিড-১৯ সস্পর্কে  সাধারণ মানুষের মধ্যে সঠিক তথ্য তুলে ধরার ব্যাপারেও সাংবাদিকরা যাতে বিশেষ ভূমিকা রাখতে পারেন। জুলাই-সেপ্টেম্বর,২০২০ মাস পর্যন্ত ঢাকা, চট্রগ্রাম সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ময়মনসিংহ এই ৮ বিভাগের বিভিন্ন জেলায় কর্মরত  ৫০০ জন সাংবাদিককে অনলাইনে  প্রশিক্ষন  দেয়া হবে। প্রশিক্ষন কোর্সটি সামগ্রিক সমন্বয় করছেন পাবলিক হেলথ এন্ড ইনফরম্যাটিক্স বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব  মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর সহযোগী অধ্যাপক ডা. মোঃ খালেকুজ্জামান, এসবিসিসি এডভাইজার, জন্স হপকিন্স সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথ, জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় ডা. ফয়সাল মাহমুদ, একই প্রতিষ্ঠানের আউটরীচ ম্যানেজার এ. এফ. এম. ইকবাল ও প্রজেক্ট ম্যানেজার শরীফ হোসেন সাইমুম, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)এর মহাসচিব খায়রুজ্জামান কামাল। এছাড়া সার্বিকভাবে সরাসরি কোর্সটি পরিচালনা করছেন সিনিয়র সাংবাদিক ও বিএমএসএফ-এর কমিউনিকেশন কর্মকর্তা সৈয়দ সফি এবং শাপলা রহমান।   প্রসঙ্গত,  প্রথম পর্যায়ে ৫০০ জন সাংবাদিককে এই প্রশিক্ষন দেয়া হলেও পরবর্তীতে আরো সাংবাদিকদের এই প্রশিক্ষন দেয়া হবে। ঝালকাঠি সদরের সাংবাদিক দুলাল সাহা, মানিক রায়, হেমায়েত উদ্দিন হিমু , মো. আক্কাস সিকদার, কে এম সবুজ, অলোক সাহা , কাজী খলিলুর রহমান জহিরুল ইসলাম জুয়েল, রতন আচার্য্য জহিরুল, ইসলাম জলিল, মেহেদী হাসান জসিম, তরুন সরকার, শফিউল ইসলাম সৈকত, মোঃ রাজু খান, আব্দুর রহিম রেজা, হাসনাইন তালুকদার দিবস, জিয়াউল হাসান পলাশ, পলাশ রায়, মাহমুদুর রহমান পারভেজ ও  আল আমিন তালুকদার সোমবারের কোর্সে অংশ নেন ।




চট্টগ্রামে জাতীয় শ্রমিক লীগের ব্যনারে ইফতার সামগ্রী বিতরণ।।

একমাত্র ছেলে নাহিদকে হারিয়ে দিশেহারা মা-বাবা।

একমাত্র ছেলে নাহিদকে হারিয়ে দিশেহারা মা-বাবা।

একমাত্র ছেলে নাহিদকে হারিয়ে দিশেহারা মা-বাবা।

ঢাকা বিশ্ববিদ্যালয় পিরোজপুর জেলা ছাত্র সমিতি (ডুসাপ) এর নতুন কমিটি গঠিত হয়েছে

পারিবারিক কলহের জেরে ছুরি দিয়ে ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা।

বাংলাদেশ ইয়ুথ ভলেন্টিয়ার এওয়ার্ড পেলেন দূর্বার তারুণ্যের আবিদ

ঝালকাঠিতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ।

ইপিজেডের বিমান বন্দর রোডে তেলবাহী ট্রেন ও বাসের সংঘর্ষে ৩জন নিহত

বাঁশখালী থানা পুলিশ কর্তৃক ১৬, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

কুমিল্লা জেলার লালমাই থানাধীন আজবপুর এলাকায় অভিযান চালিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ছবি প্রেরণ করে হুমকি প্রদান ও আপত্তিকর প্রস্তাব করার অপরাধে ০১ জন’কে আটক করেছে র‌্যাব-৭

মাছ কাটা নারী শ্রমিকের মজুরি ‘পেটা’

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন হাফেজ নগর শাহ আমানত সংযোগ একটি মোটর সাইকেলভিতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১৯,৩৮০ পিস ইয়াবা উদ্ধার র‌্যাব-৭

দৈনিক বাংলার কথা পত্রিকার বার্তা সম্পাদক পদে নিয়োগ পত্র প্রসংগে।

ভালুকায় বিশ্ববিদ্যালয় ছাত্রকে মাদক মামলা দিয়ে ক্রসফায়ারের হুমকীর, পুলিশ সুপার বরাবর অভিযোগ

ইপিজেড এ চলছে ভন্ড কবিরাজ কামাল শাহ্ এর লক্ষ লক্ষ টাকার প্রতারণার বাণিজ্য

চট্টগ্রামে সাংবাদিকের নামে অপ-প্রচার মূলক মিথ্যা ও মানহানিকর লিফলেট বিতরণ, সাংবাদিক সমাজের নিন্দা।

১ম বারের মতো লং পিচ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে, দক্ষিণ হালিশহর ক্রিড়া সংস্থা

হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয় এস.এস.সি ব্যাচ-১৯৯০এর ২দিন ব্যাপি উৎসবের উদ্বোধন

ঝালকাঠির গৃহবধূর গালে কামড় দিয়ে মাংস ছিঁড়ে নিল আরেক গৃহবধূ