চট্রগ্রাম প্রতিনিধিঃ-

গত ৮রা জানুয়ারী ২০২১ ইং জমকালো আয়োজনের মধ্যে দিয়ে এ্যাডভোকেট বরকত উল্লাহ খান এর জন্মদিন উদযাপন করেছেন চট্টগ্রাম বসবাসরত বরিশাল , ভান্ডারিয়ার কৃতি সন্তান, চট্টগ্রামস্থ বরিশাল বাসির ৮রা জানুয়ারি বন্দরটিলা বরকত উল্লাহ খান অফিসে উপস্থিতিতে বরিশাল বাসির মিলন মেলার মধ্যে দিয়ে জন্মদিনের শুভেচ্ছা ও বিনিময় এ আলোচনা করা হয়।

জন্মেদিনে শুভেচ্ছা
,,আমিনুল ইসলাম (জিয়ার)উপস্থাপনায়। প্রধান অতিথি, জাবেদুল ইসলাম (শিপন) – চট্রগ্রাম মহানগর যুবলীগ নেতা ও সাবেক সহ সভাপতি, চট্টগ্রাম কমার্স কলেজ ছাত্রলীগ। বিশেষ অতিথি, মিসকাতুর রহমান, কনসালটেন্ট সি জি এম সি, মিজানুর রহমান, ম্যানেজিং ডাইরেক্টর, সি জি এম সি। শুভেচ্ছা বক্তব্য রাখেন.. অমি খান, আহবায়ক ধাওয়া ইউনিয়ন ছাত্রলীগ। আঃ ছালাম,দৈনিক বাংলার বার্তা সম্পাদক এহেসানুল হক (মিঠু) তালুকদার, আল-আমিন হোসেন অনিক, বেলাল হোসেন, আকবর হোসেন কাজী, বরিশাল বাসীর পক্ষে বিশেষ বক্তব্য রাখেন, আতিকুল ইসলাম (আজিম) তালুকদার
এ্যাডভোকেট রবকত উল্লাহ খান তার বক্তব্যে, বরিশাল বাসিকে ঐক্যবদ্ধ থাকার আহবান করেন এবং সকলকে সকলের সুখে দুঃখে পরস্পরের প্রতি ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে পাশে থাকার আহবান জানান
দৈনিক বাংলার কথা, বি কে টিভির চেয়ারম্যান,গোলাম মোস্তফা তালুকদার সাফল্য কামনা সহ এ্যাডভোকেট বরকত উল্লাহ খান দির্ঘয়ায়ু কামনা করেন।
এ্যাডভোকেট বরকত উল্লাহ খান তার বক্তব্যে, যারা ফোন করে, ম্যাসেজ করে শুভেচ্ছা জানিয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বরিশাল বাসীর সাফল্য কামনা সহ সকলকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।