চট্টগ্রাম জেলা প্রতিনীধিঃ—
চট্টগ্রামে আন্তর্জাতিক নারী দিবসে উপলক্ষে শীর্ষ ১০ পেশাজীবি নারী কে সম্মাননা প্রদান করেছে মাসিক চাটগাঁ নামে একটি সৃজনশীল সাহিত্য ওসংস্কৃতি সংগঠন। ০৮মার্চ বিকেলে নারী দিবসের অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।
১। সম্মাননাপ্রাপ্তরা হলেন প্রফেসর শাহেনা আক্তার (অধ্যক্ষ,চট্টগ্রাম মেডিকেল কলেজ),
২। লুৎফুন নাহার ( ভারপ্রাপ্ত সচিব-বাংলাদেশ চা বোর্ড),
৩। প্রফেসর ড. সৈয়দা খুরশিদা বেগম (রসায়ন বিভাগ,চবি),
৪। এডঃ সাহেদা বেগম (নির্বাহী সদস্য-জেলা আইন পরিষদ ,চট্টগ্রাম),
৫। চসিক মহিলা কাউন্সিলর (২৭,৩৭ ও ৩৮নং ওয়ার্ড)মিসেস আফরোজা কালাম
৬। প্রকৌশলী আরিফার ইয়াসমিন (নির্বাহী প্রকৌশলী,পিডিবি),
৭। মোসাম্মৎ রোজিনা আক্তার লিপি (ডাইরেক্টর, চট্টগ্রাম ওমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডা.)
৮। নুসরাত সুলতানা (সহ-সম্পাদক, দৈনিক পূর্বকোণ),
৯। আসমা ফেরদৌস (এসভিপি,এআইবিএল)
১০। সাবিনা ইকরাম সিরাজী এ্যানি (সত্ত্বাধিকারী, সাবিনা’স কিচেন)।