আজ রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ০৯:৪৯ অপরাহ্
চট্রগ্রাম প্রতিনিধিঃ-
খবরঃ০১ফেব্রুয়ারী
চট্টগ্রাম মহানগরীর সামনে দূরে হাটহাজারী রোডে (বালুছড়া)এলাকায় স্বনামধন্যশিল্প প্রতিষ্ঠান ফোর
এইচ গ্রুফের নির্মাণাধীন ভবন ধ্বসে ৬জন শ্রমিক গুরুতর আহত হবার খবর পাওয়া গেছে।
০১ফেব্রুয়ারী সোমবার দূপুরের দিকে দূর্ঘটনার খবর পেয়ে নগরীর কয়েক উদ্ধারকারী টিম(দমকল
বাহিনী,পুলিশ , আনসার সহ স্থানীয় প্রতিবেশীরা ভবনের ভিতরে যাইতে চাইলে ফোর এইচ গ্রুফের
দায়িত্বরত সিকিউরিটির সদস্য/কর্তাব্যক্তিরা বাধাঁপ্রদান করে। স্থানীয় সংবাদ কর্মীরা এর খবর
জানার প্রাণপণ চেষ্টা করেও কর্তৃপক্ষের কেউ কথা বলতে চায় নি।
এদিকে সোমবার দূপুরের দিকে দূর্ঘটনার সময় ৩০-৩৫জন নির্মাণ শ্রমিক ঐ প্রতিষ্ঠানের প্রতিনিয়ত
কাজ করতেন বলে প্রতিবেশীরা জানিয়েছেন।ঐসময় বেশীরভাগ শ্রমিক দুপুরের খাবারের জন্য বাইরে
ছিলেন। নয়তো আরো বেশী আহত হত। তবে ২/৩জন কে দ্রুত চমেক হাসপাতালে জরুরী বিভাগে
উন্নত চিকিৎসার জন্য ভর্তি করানো হয় হয় বলে আহত অন্য শ্রমিকরা জানাই। ধারণা করা হচ্ছে
এই ঘটনায় আরো বেশী শ্রমিক আহত হয়ে থাকতে পারেন। দূর্ঘটনার পর থেকে কর্তৃপক্ষের কেউ
ঘটনাস্থলে যাইনি এবং পুলিশ,ফায়ার সার্ভিস বা অন্য কোন সংস্থাকে খবর না দেওয়াতে কর্মরত
শ্রমিকদের মধ্যে রহস্য দেখা দিচ্ছে।নিরাপদ সেবা সার্ভিস-৯৯৯ কলে খবর পেয়ে উদ্ধারকারী
টিম(দমকল বাহিনী),পুলিশ,আনসার সদস্যরা ঘটনাস্থলে যান বলে প্রাথমিক ভাবে জানা গেছে।