তাদেদে স্বরনে অমর ২১শে ফেব্রুয়ারী দিনটি বিশ্বব্যাপী সমস্ত বাংগালী জাতী ঐ দিনটি স্বরনে পালন করেন।
সেই ১৯৫২ সাল হইতে ২০২০ সাল পর্য্যান্ত বিশ্বব্যাপী সমস্ত স্কুল কলেজের ছাত্র/ ছত্রীরা সহ সকল রাজনৈতিক সংগঠন ও ভিবিন্ন পেশার ব্যাবসাইক সংগঠন দলবদ্ধ হইয়া শহিদমিনারে বিনশ্র শ্রদ্ধ্যা জানায়, কিন্তু এই বছর মহামাড়ী করোনা ভাইরাজে দেশব্যাপী সকল স্কুল, কলেজ বিস্ববিদ্যালয় গুলো সরকারী নির্দেশে বন্ধ থাকায় ও করোনা ভাইরাজের জন্য শারীবদ্ধ ভাবে চলাচলে বিধী নিশেধ থাকলে ভিন্নভাবে পালিত হয় অমর ২১শে ফেব্রুয়ারী দীনিটি, বিধী নিশেধ থাকলে ও রাজনৈতিক সংগঠনের নেতা কর্মীরা সরকারী বিধী নিশেধ অনুযাই চট্টগ্রাম ইপিজেড থানাধীন ৩৯ ওয়ার্ডের আওয়ামীলিগ যুবলীগ, ছাত্রলীগ সহ অংগ সংগঠের নেতা কর্মীরা ইপিজেড ৩৯নং ওয়ার্ড দক্ষীন হলিশহর উচ্চবিদ্যালয় শহীদমিনারে পুষ্প মাল্য দিয়া শ্বহিদদের স্বরনে বিনশ্র শ্রদ্ধ্যা জানায় ৩৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সীলর হাজী মোঃ আসলাম সহ আওয়ামীলিগ, যুলীগ ছাত্রলীগ ও অংগ সংগঠনের সভাপতি, সাধারন সম্পাদক সহ সকল নেতা কর্মীরা।