আজ মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৭:৩০ পূর্বাহ্ন
সরিষাবাড়ীতে উপজেলা নির্বাহি কর্মকর্তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল
সরিষাবাড়ী প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা নির্বাহি কর্মকর্তা উপমা ফারিসা এর বিরুদ্ধে ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে জানা যায়।। ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে ২১ জানুয়ারী সরিষাবাড়ী নাগরিক কমিটির ব্যানারে এ ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১ঘটিকার সময় সরিষাবাড়ী পৌরসভা প্রাঙ্গন থেকে সরিষাবাড়ী নাগরিক কমিটির আহ্বায়ক আ্যডভোকেট শহিদুল ইসলামের নেতৃত্বে ঝাড়ু মিছিল ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছ বলে জানা যায়। ঝাড়ু মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌরসভা প্রাঙ্গনে এসে মানব বন্ধন রচনা করে। এ সময় নাগরিক কমিটির আহ্বাশক আ্যাডভোকেট শহিদুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের লড়াকু সভাপতি আল আমিন হোসাইন শিবলু,সহসভাপতি আরিফুল ইসলাম,ছত্রলীগ নেতা মারুফ হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ নির্বাহি কর্মকর্তার ক্ষমতার অপব্যবহারের প্রতিবাদে অপসারণের দাবীতে জোড়ালো বক্তব্য রাখেন। ঝাড়ু মিছিল ও মানব বন্ধনে কয়েক শত নারী পুরুষ অংশ গ্রহণ করে।