ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় শিল্পবর্জ্যর হাত থেকে খিরু নদী রক্ষার দাবিতে র্যালী ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রোববারের সকালে আন্তর্জাতিক নদী কর্ত্য দিবস উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) আমি কিন্তু ভালুকা আঞ্চলিক শাখার উদ্যোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাস বাসস্ট্যান্ড স্মৃতিসৌধ এলাকায় এসব কর্মসূচি পালন করা হয়। পরে নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। এসময় সংক্ষিপ্ত আলোচনাসভা বক্তব্য রাখেন, কামরুল হাসান পাঠান, নূরুল ইসলাম বাদশা,কামরুজ্জামান তুহিন, এঅারএম শামছুর রহমান লিটন, জহিরুল অালম ঢালী, মোস্তফা খান,ওমর হায়াত খান নঈম, সাদিকের রহমান তালুকদার, এডভোকেট আব্দুল রশিদ রতন, মোখলেছুর রহমান মনির, অাসাদুরজ্জামান সুমন, ইব্রাহিম খলিল, অারিফা অাক্তার, ও মাহমুদা অাক্তার মনি প্রমুখ। বক্তারা বলেন, ভালুকা পৌরএলাকার খিরু নদীর পাড়ে অবস্থিত শেফার্ড ডায়িং ফ্যাক্টরীসহ উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত প্রায় শতাধিক ডায়িং ও টেক্সটাইল ফ্যাক্টরী পরিবেশে অধিদপ্তরের আইনের তোয়াক্কার না করে এমনকি তাদের বর্জ্য শোধন যন্ত্র ( ইটিপি) সচল না রেখে অব্যাহত ভাবে দূষিত বর্জ্য খিরু নদীতে ফেলার কারণে নদীটি বর্তমানে সরু খালে পরিনত হয়েছে। বক্তারা দূষনকারী ফ্যাক্টরী কৃর্তৃপক্ষের বিরুদ্ধে অাইনী ব্যবস্থাসহ খিরু নদী শিল্পবর্জ্যমুক্ত করে দ্রুত খননের মাধ্যমে নব্যতা বৃদ্ধিসহ জীববৈচিত্র রক্ষার পাশাপাশি আগামী প্রজন্মকে স্বাস্থ্যঝুঁকি থেকে বাঁচানোর দাবি জানান।