আমি মোঃ মাঈনুদ্দীন (৪৭), পিতা- মৃত মোঃ শফিউল্লাহ, মাতা- মোসাঃ শামসুন্নাহার বেগম, বাসা- মাঈনুদ্দীন ম্যানসন ভবন, আকমল আলী রোড, সৈকত আবাসিক এলাকা, ইপিজেড, চট্টগ্রাম। আমি এই মর্মে প্রতিবাদ জানাচ্ছি যে, গত ০৩ জুলাই, ২০২০ইং চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে “””দৈনিক নব অভিযান”” পত্রিকাসহ বিভিন্ন টিভিতে লম্পট মাঈনুদ্দীন আমাকে ও আমার মেয়েকে কুপ্রস্তাব দেয় ‘‘সুমি বেগম’’ শিরোনামে যে সংবাদটি প্রকাশিত হয়েছে উক্ত সংবাদটি সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা ও ভিত্তিহীন আমাকে সমাজে হেয় প্রতিপন্ন ও আমার নিকট থেকে মোটা অঙ্কের টাকা আদায়ের উদ্দেশ্যে কিছু কুচক্রি মহলের ইন্ধনে চট্টগ্রাম মহানগরী ইপিজেড থানাধীন আকমল আলী রোডের মন্নান চৌধুরী ভবনের ৪র্থ তলায় ভাড়াটিয়া স্বামী পরিত্যক্ত পিতা শহীদ মাতা সুমি বেগমের কন্যা সশী (২২) কে দিয়ে মিথ্যা সংবাদ সম্মেলন করাইয়া সামাজিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করিয়াছেন। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং কুচক্রি মহল ও মিথ্যা সংবাদ সম্মেলনকারীদের বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি জোর দাবী জানাচ্ছি।
মোঃ মাঈনুদ্দীন (৪৭)
মোবাইল- ০১৭১৬-৫২৪৫৩৫
তারিখঃ ০৪/০৭/২০২০