চট্টগ্রাম জেলা বন্দর, ইপিজেড, পতেংগা থানাধীন লক্ষ, লক্ষ অসহায় গরীব দীন মজুরের বসবাস এই এলাকায, কারন এই বন্দর চট্টগ্রামে ইপিজেড, কে ইপিজেড গার্মেন্টস ও অনেক শিল্প কারখানা থাকায় গরীব অসহায় দীনমজুর মহিলা পুরুষ এই চট্টগ্রামে বসবাস করেন, কারন বসত নীজ গ্রামে যাইতে হলে সেই পুরানা মডেল সরকারী নিষিদ্ধ লক্কর জক্কর গাড়ী সার্জেন্টে কে তোশামত করে এই গাড়ীগুলো চলে, যে গাড়ী ছাড়ার কোন নির্দীষ্ট সময়সীমা নাই,পুলিশের চোখ ফাকী দিয়ে ফুটপাত দখল করে আছে ফল বিক্রী করার দোকানিরা ঐ এলাকায় সকাল ১০ টা থেকে দুপুর ০২টা পর্য্যান্ত থাকে জমজমাট যাত্রীদের দুরভোগ, ইপিজেড এলাকা থেকে এসে দাড়ীয়ে থাকতে হয় অলংকার মার্কেটের সামনে, দোকানিরা তাড়াইয়া দেয় দাড়াতেও দেয়না তাহাদের দোকানের সামনে, নাই কোন বসার স্হান অনেক কষ্টে এখানে সেখানে বসে থাকতে হয় অপেক্ষায় থাকতে হয় কখন গাড়ী ছাড়ার ঘন্টা বাঝবে।

দ্বীতিয় পথ ট্রেন বিকাল ৫টায় চাদঁপুর গিয়ে বসে থাকতে হয় কখন লঞ্চ আসবে, এই দুরপাল্লা যাত্রীদের ভাগ্যের চাকা কখন খুলবে? হয়ত বেশীদিন লাগবেনা বর্তমান বাংলাদেশেের মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নীজ উদ্দ্যেগে পদ্দ্যা সেতু পারবে দুরপাল্লার যাত্রীদের অল্প সময়ের মধ্যে গন্তব্য স্হানে পৌছাইতে।